রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের ১১৯ নং বুথে ভোট বয়কটের ডাক দিল জনসাধারণ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মার্চ ২০২০ : জনপ্রতিনিধি মানে উন্নয়ন, এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে বুঝিয়ে দিয়েছেন। সারা রাজ্যে যেখানে উন্নয়ন মানুষ দেখতে পাড়ছে সেখানে সামান্য একটা পৌরসভার কোন একটা ওয়ার্ডে যদি উন্নয়ন না হয় তবে মানুষ তো ক্ষিপ্ত হবেই। আর তাই ঘটেছে রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডে। আপাতদৃষ্টিতে এই ওয়ার্ডে পৌরপিতার ব্যক্তিগত উদ্যোগে উন্নয়ন বলতে কিছুই হয় নি। যেটুকু উন্নয়ন হয়েছে বিধায়ক করেছেন। আর এই উন্নয়ন না হওয়ার কারণে এই ওয়ার্ডে অধিকাংশ মানুষ ক্ষিপ্ত। এই ওয়ার্ডের ১১৯ নং পার্টের মানুষ এবার ভোট বয়কটের ডাক দিল। আগে থেকেই তারা এই ডাক দেওয়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু আজ এই পার্টের অধিকাংশ মানুষ নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেয় এবার তারা ভোট বয়কট করবে। বহুবার পৌরপিতা গৌরহরি দাসের কাজে দরবার করে কোন উন্নয়ন পায় নি এই এলাকার মানুষ তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা যায়। এমনিতেই এই ওয়ার্ডের যা পরিস্থিতি তাতে এই ওয়ার্ড এবার বিজেপির দখলে যেতে বাধ্য। গত লোকসভা নির্বাচনেও তার ফল পাওয়া গেছে। সোনারপুর উত্তর বিধানসভায় সব থেকে অধিক ভোটে এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। এবারও সেই একই চিত্র দেখা যাওয়ার সম্ভবনা আছে।