মহেশ্বরী ডাটামেট্রিকের উদ্যোগে “কৌন বানেগা সুপারস্টার” বাছাই পর্ব শেষ হল
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ৮ই জুলাই ২০১৯ : কলকাতা প্রাদেশিক মাহেশ্বরী যুব সংঘের উদ্যোগে এবার হতে চলেছে “কৌন বানেগা সুপারস্টার” প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে সুস্থ সমাজ গঠন ও সাংস্কৃতিক ও সাহিত্য সচেতনতা বাড়াতে চাইছেন আয়োজকরা। এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের মাহেশ্বরী সম্প্রদায়কে উন্নত করতে চাইছে যেখানে প্রতিভার খোঁজ করবে উদ্যোক্তারা। এই প্রতিযোগিতায় থাকেছে একক গান, একক নৃত্য, গ্রুপ ডান্স এবং শ্রী ও শ্রীমতী মহেশ্বরী ২০১৯। এই প্রতিযোগিতার ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে ৯ই আগস্ট থেকে ১১ই আগস্ট ২০১৯। এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব চলবে এই রাজ্যে বিভিন্ন সময়ে। কলকাতা ও হাওড়ার বাছাই পর্ব ছিল ২৩শে জুন। এই বাছাই পর্বে যে সব প্রতিযোগীরা উত্তীর্ণ হয়েছে তাদের একত্র করে ৩০শে জুন বিদ্যা মন্দিরে এক ঝলমলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থাপনা করে হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপাল মহতা (মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৯ এবং মিসেস ইন্ডিয়া ২০১৮)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাধেশ্যাম ঝাওয়ার এবং চেয়ারম্যান হিসেবে ছিলেন সুরেশ ঝাওয়ার, পঙ্কজ রাঠি (পূর্বাঞ্চল অখিল মাহেশ্বরী যুব সংগঠনের সহ সভাপতি)। প্রিতিভা খোঁজের লড়াইয়ে বিচারকের ভূমিকা পালন করেন ডিজাইনার তেজাস গান্ধী, সঙ্গীত যন্ত্র বাদক ও গীতিকার অভিষেক বসু, তনুশ্রী সেনগুপ্ত (মিসেস বেঙ্গল, মোস্ট বিউটিফুল আইস), পৌশালী ভট্টাচার্য সেন বরাট, মিমি মাইতি সহ অনেকে। আয়োজক রোহিত জে রোহিত বলেন শীমা ভাটর, গিরিরাজ ছিটলাঙ্গিয়া, দ্বারকা প্রসাদ জি রাঠি, রাম জি মহতা, রাজেশ নাগৌরি, হরিশ জি দামানি, অশ্বিনী লাখোটিয়া, সঞ্জয় জি মহতা, ভাভারু জি ডিজ্ঞা, বিকাশ জি রাঠি, জগমোহন রাঠি, নাভাল জি তোশনিওয়াল, মায়াঙ্ক জি ছান্দক এবং মহিলা সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও উদ্দীপনা অনুষ্ঠানকে রঙিন করে তুলেছে। এই অনুষ্ঠানে যারা সফল হয়েছে তারা আগামী আগস্টে কলকাতা শহরকে ফাইনালে প্রতিনিধিত্ব করবে বলে জানা যায়।একক নৃত্যে হাংশিকা ছান্দক, শিভাঙ্গি মুন্দ্রা, বর্ষা কোঠারি, ভাগীরথী দাগা নির্বাচিত হয়েছে। সমবেত নৃত্যে এম ডি সি, সমবেত সঙ্গীতে কেশব রাঠি, নিধি সোনি, গোবিন্দ দামানি, নেহা সোমানি মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছে। মিঃ মাহেশ্বরী হয়েছে বিশাল সারদা ও মিস মাহেশ্বরী হয়েছে মিনাল রাঠি। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের সাহায্যে সঙ্গীত পরিবেশন করেন ওম পাচিশিয়া।নির্বাচিতরা সকলে আগামী আগস্টে ব্যাঙ্গালুরুতে ফাইনালে অংশগ্রহণ করবে। প্রচারে বিশ্বজিত সাহা। ছবি : রাজীব মুখার্জি।