করোনা দুর্যোগে রক্ত সঙ্কট এরাতে মুখ্যমন্ত্রীর অনুরোধে সোনারপুর ও নরেন্দ্রপুর থানার রক্তদানের পাশে বিধায়ক ফিরদৌসী বেগম
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১লা এপ্রিল ২০২০ : করোনা দুর্যোগের কথা চিন্তা করে রাজ্যে রক্ত সঙ্কট এরাতে এবার মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ মহলকে অনুরোধ করেছেন রক্তদান শিবির আয়োজন করার জন্য। সেই আবেদনকে মান্যতা দিয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর জেলা পুলিশের সহযোগিতায় সোনারপুর ও নরেন্দ্রপুর থানার ৬০ জন পুলিশ আধিকারিক ও কর্মীরা রক্তদান করলেন কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠে।রক্তদানে অংশগ্রহণ করা পুলিশ কর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ সুপার আই পি এস রশিদ মুনীর খান, অতিরিক্ত সুপার ইন্দ্রজিত বসু, ডি এস পি মির্জা মীর কারিম, সোনারপুর থানার আই সি সঞ্জীব চ্যাটার্জি, নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তী সহ অনেকে।পুলিশের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, সি আই সি নজরুল আলি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, পিন্টু দেবনাথ সহ অনেকে।
করোনার এই দুর্যোগপূর্ণ পরস্থিতিতে পুলিশের ভূমিকা ভোলার নয়। পুলিশ যেভাবে মানুষকে সুস্থ্য ও নিরাপদে রাখার জন্য কঠিন পরিশ্রম করেছেন তাকে কুর্নিশ জানিয়ে রক্তদান শিবিরে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম জেলা পুলিশ সুপার, অতিরিক্ত সুপারকে বরণ করে নেন এবং সোনারপুর থানার আইসি ও নরেন্দ্রপুর থানার আইসি-র হাতে সাবান ও মাস্ক তুলে দেন বিধায়ক।
সোনারপুর থানা ও নরেন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা গোটা সোনারপুর এলাকায় টহল দিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন এই লকডাউন নিয়ম বিধি মেনে বাড়িতে থাকতে। যার ফলে আজ করোনা আক্রান্তের কোন খবর নেই গোটা সোনারপুরে।