২১শে জুলাই-এর সমর্থনে সোনারপুর উত্তর বিধানসভার ২৮ নং ওয়ার্ডে মিছিল করলেন পুরমাতা নমিতা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৪ই জুলাই ২০১৯ : প্রতিবছর ২১শে জুলাই ঐতিহাসিক সভা হিসেবে চিহ্নিত হয়ে থাকে কারণ প্রতিবছরই কিছু না কিছু রেকর্ড হয়ে থাকে। কখনও জমায়েতে রেকর্ড, কখনও তৃণমূল দলে যোগদানের রেকর্ড। তবে এবার তৃণমূলের কাছে ২১শে জুলাই সত্যিই এক ঐতিহাসিক সভা হতে চলেছে কারণ যেভাবে বিজেপিতে যোগদানের হিরিক শুরু হয়েছে তাতে এবার সকলে তাকিয়ে আছে এই সভার জমায়েতের দিকে আর কোন কোন নেতা এই সভায় অনুপস্থিত থাকে তা নজরে রাখার জন্য। তবে আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল থেকে এই মুহুর্তে সেভাবে কোন নেতাই বিজেপিতে যাচ্ছে না। কিন্তু রাজনীতির কথা কেউ বলতে পারে না। রাজনীতিতে সবই সম্ভব। ২১শে জুলাই এর সমর্থনে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ২৮ নং ওয়ার্ডে পুরমাতা নমিতা দাস ও ওয়ার্ড সভাপতি এবং নরেন্দ্রপুর টাউনের সভাপতি গোপাল দাসের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করে পুরমাতা নমিতা দাস, মিঠুন মিত্র (সভাপতি জয়হিন্দ বাহিনী, ২৮ নং ওয়ার্ড), অরুণ চক্রবর্তী, সুমন ব্যানার্জি সহ অনেকে। তবে মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিছিল শুরু হয় ২৮ নং ওয়ার্ড অফিস থেকে প্রায় সমস্ত ওয়ার্ড পদযাত্রার মধ্যে দিয়ে একদিকে মানুষের সাথে জনসংযোগ এবং অন্যদিকে ২১শে জুলাইতে অংশগ্রহণের বার্তা দিয়ে মিছিল শেষ হয়।