প্রথম পাতা

এবিপিতকমা-র আবেদনকে মান্যতা দিয়ে ১০ জন চাষীকে খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করল রাজপুর সোনারপুরের ৫ নং ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি অরিন্দম দত্ত

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মে ২০২০ : করোনার প্রভাব যেভাবে ধেয়ে আসছে তাতে মানুষ এবার চরম আতঙ্কে ভুগছে কিন্তু তাতেও সরকারি স্বাস্থ্য বিধি বা নিয়মবিধি মেনে চলার ব্যাপারে অনীহা প্রকাশ করছে। বারবার করে বলা হচ্ছে সামাজিক দুরত্ব বজায় রাখতে যা কখনই হচ্ছে না, বলা হয়েছে বাড়িতে গৃহবন্দী থাকতে তাও করতে নারাজ এবং একান্ত প্রয়োজনে রাস্তায় এলে মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে তাতেও মানুষের অনীহা। কিন্তু করোনার প্রভাবে মৃত্যুর ভয় প্রকাশে কোন খামতি নেই। পাড়ার মোড়ে বা দোকানে আলোচনার আসরে খুব বিজ্ঞের কত মত প্রকাশে একেবারে সবার আগে, যেন তাদের দায়িত্ব দিলে বিশ্ব থেকে করনাকে একেবারে বিদায় করে দেখিয়ে দিত। মানুষের খাদ্যের অভাব দেখা দিচ্ছে কিন্তু মদের দোকানে লাইন দেওয়াতে কোন অনীহা নেই। কেউ কেউ আবার দোকান থেকে নিয়ে এসে পাড়ায় চড়া দামে বিক্রিও করছে।

এই খাদ্য সঙ্কটের মধ্যে আমাদের কাছে খবর আসে রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিবেকানন্দ নগরের ৩ নং কার্লভার্টের বেশ কিছু দুঃস্থ ও চাষী পরিবার কোনরকম খাদ্য সামগ্রীর সরকারি বা দলীয় স্তরে সাহায্য পায় নি।তাদের অসুবিধার কথা শুনে আমি নিজে দায়িত্ব নিয়ে তাদের নাম সংগ্রহ করে এই ৫ নং ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি অরিন্দম দত্তকে ফোন করে জানালে তিনি ১০ জনের নাম চেয়ে পাঠান। আমি সেই ১০ জনের নাম দিতে আজ তিনি তাদের ডেকে খাদ্য সামগ্রী সংগ্রহের কুপোন দেন এবং তাদের জানান আগামী রবিবার তাদের এই খাদ্য সামগ্রী দেওয়া হবে। অরিন্দমের থেকে কুপোন পেয়ে তাঁরা খুবই আপ্লুত ও খুশি।

কিন্তু এব্যাপারে ওয়ার্ডের পৌরপিতা তরুণকান্তি মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এসেছি।আমি নিজে গোটা বিবেকানন্দ নগর সকলকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি খুব ভাল করে জানি এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র তাই এই বিশেষ ব্যবস্থা করি। এখন প্রশ্ন যদি সত্যিই খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে তবে কেন এই অসহায় মানুষগুলো অভিযোগ তুলবে? তবুও পৌরপিতা জানান, সে যাই হোক মানুষ পেলেই আমি খুশি। আমি দিই আর আমার দলের কেউ দিক, সবশেষ কথা মানুষ উপকৃত হয়েছে। আমি আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অরিন্দম দত্ত ও তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাই আমাদের আবেদনকে মান্যতা দিয়ে এই দুঃস্থ পরিবারগুলোকে সাহায্য করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *