মথুরাপুর ১ ব্লকের আক্রান্ত তৃণমূল যুব সভাপতি বাপির পাশে দাঁড়ালেন পার্থ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ১৫ই মে ২০২০ : দঃ ২৪ পরগণার মথুরাপুর ১ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপি হালদারকে তাঁর নিজস্ব দলীয় কার্যালয়ে বহিরাগতরা এসে আক্রমণ করে। তাঁর গাড়ি ভাঙচুর সহ অফিসের আসবাব ভাঙচুর হয়। গতকাল দঃ ২৪ তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ) বাপি হালদারের সাথে তাঁর দলীয় কার্যালয়ে দেখা করতে যান।পার্থ সেখানে দেখা করতে গেলে গ্রামবাসীদের চরম ক্ষোভের মুখে পড়েন। গ্রামের অধিকাংশ মানুষ বাপির উপর এই আক্রমণকে মেনে নিতে পারেন নি তাই জেলার উচ্চ নেতৃত্বকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। গ্রামবাসীদের সাথে কথা বলে পার্থ আশ্বাস দেন অপরাধীকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, প্রয়োজনে তিনি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শওকত মোল্লা ও সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির সাথে এব্যাপারে কথা বলবেন।