প্রথম পাতা

বিধায়ক ফিরদৌসীর নির্দেশে তরুণ মন্ডল দায়িত্ব নিয়ে গড়িয়ায় ৪জনের করোনা র‍্যাপিড টেস্ট করালেন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩০শে মে ২০২০ : সোনারপুর উত্তর বিধানসভার গড়িয়া স্টেশন এলাকায় নবগ্রামে সাম্প্রতিক করোনা আক্রান্ত কলকাতা কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের সাফাইকর্মীকে মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।আজ সেই আক্রান্তের পরিবারের চারজন সদস্যের যাকে বলা হয় ফার্স্ট কন্ট্যাক্ট তাদের র‍্যপিড টেস্ট করা হল। এই র‍্যাপিড টেস্টের জন্য সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম যথেষ্ট সচেতন ও তৎপর। আজ তাঁরই নির্দেশে রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল দায়িত্ব নিয়ে নিজে উপস্থিত থেকে আক্রান্তের পরিবারের চারজন সদস্যর করোনা র‍্যাপিড টেস্ট সম্পন্ন হল।অনেকেই হয়তো ভেবেছেন যে পৌরসভার মেয়াদ শেষ মানেই পৌর প্রতিনিধির দায়িত্বও শেষ হয়ে যায় কিন্তু বিদায়ী পৌরপিতা বুঝিয়ে দিলেন যে দায়িত্ববান সে সব পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে প্রস্তুত।

এব্যাপারে বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল জানান, আজ ফার্স্ট কন্ট্যাক্ট-এর পরীক্ষা হল, এরপর সেকেন্ড কন্ট্যাক্ট মানে আক্রান্তের আশে পাশে থাকা সদস্যদের হবে এবং সব শেষে থার্ড কন্ট্যাক্ট-এর পরীক্ষা হবে মানে যে বাড়িতে এই আক্রান্ত ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার সদস্যদের।এই অঞ্চলে করোনা ধরা পড়লেও এখানকার মানুষ এব্যাপারে নির্বিকার, স্বাস্থ্যবিধি না মেনে যেরকম ইচ্ছে চলছে এই এলাকার মানুষ। কোন সোশ্যাল ডিস্টেন্সিং নেই, বাজার দোকানে সেই উপচে পড়া ভিড়। কারো মনে সেভাবে ভয়ের সঞ্চয় হয় নি। হলে হবে, দেখা যাবে একটা মনোভাব সকলের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *