প্রথম পাতা

১১৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা হলেও করোনা সংক্রমণের দায়িত্ব থেকে বঞ্চিত করছে না বাসিন্দাদের

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১১ই জুন ২০২০ : করোনা সংক্রমণের সংখ্যা গোটা রাজ্যের মধ্যে কলকাতা সবার উপরে। এই মুহুর্তে কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩১২৮ যার মধ্যে মৃত ২৭৫ জন। গোটা কলকাতা এই মুহুর্তে কান্টাইনমেন্ট জোন হলেও আনলক ঘোষণা করার পর সবার গন্তব্য কর্মক্ষেত্র এখন কলকাতা। এই প্রতিকূলতার মধ্যেও সকলেই জীবনকে বাজি রেখে কলকাতায় আসছেন হয় কর্মক্ষেত্রে অথবা ব্যাবসার জন্য।

কিন্তু ১১৩ নং ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় এই পরিস্থিতিতে নিজের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তাঁর ওয়ার্ডের মানুষ সুস্থ্য ও নিরাপদে থাকেন। বিদায়ী পৌরপিতা হলেও তিনি তাঁর দায়িত্ব পালনে কোন ত্রুটি রাখছেন না। গোপাল রায় দীর্ঘ ২৫ বছর মানুষের আশীর্বাদে জিতে এসেছেন।গোপাল রায় এই অঞ্চল প্রথমে থাকা যাদবপুর বিধানসভায় প্রথম বাম দূর্গ ধুলিসাৎ করে সবুজ পতাকা উড়িয়েছেন। পরবর্তীতে এই অঞ্চলটি চলে যায় টালিগঞ্জ বিধানসভার মধ্যে।এই মানুষটি প্রথমে ১৯৯৫ সালে কোলকাতা কর্পোরেশনের ১১৩ নম্বর ওয়ার্ড, ২০০০ সালে ১১২ নম্বর ওয়ার্ড এবং আবার ২০১৫ সালে ১১৩ নং ওয়ার্ড থেকে পুনরায় জয়ী হয়েছেন।দুর্ঘটনার কারণে তিনি যদিও শারীরিক প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছেন কিন্তু সেই কারণে উন্নয়ন দমে থাকে নি এই ওয়ার্ডে। এবারও ঠিক একইভাবে করোনা সংক্রমণের বিরুদ্ধে মোকাবিলা করতে গোটা ওয়ার্ডে নিজের হাতে জীবাণুমুক্ত করার কাজ করেছেন। মানুষ গোপাল রায়ের এই ভূমিকায় মানুষ খুবই খুশি।এই ওয়ার্ডকে বিশেষ নজরে রেখেছেন এই অঞ্চলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ভরসা সেই গোপাল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *