প্রথম পাতা

লাল হলুদ ব্রাইট বাহিনী ও ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব গড়িয়ার যৌথ উদ্যোগে আমফান দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ১৬ই জুন ২০২০ : আমফান ঘুর্নি ঝড়ে দঃ ২৪ পরগণায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। মানুষের এই অসহায় অবস্থায় ইস্টবেঙ্গল ক্লাবের দুই ফ্যান ক্লাব লাল হলুদ ব্রাইট বাহিনী ও ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব গড়িয়ার যৌথ উদ্যোগে আমফানে সুন্দরবনের বিদ্ধস্থ মানুষের পাশে দাঁড়ালো।সাম্প্রতিক আমফান বিদ্ধস্থ সুন্দরবন এলাকার কাকদ্বীপের কোস্টাল থানার সন্নিকটে প্রায় ১০০০টি সম্পূর্ণ অসহায় পরিবারের হাতে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হল। সাথে ওই এলাকার ৩০০টি শিশুদের হাতে দুধ বিস্কুট তুলে দেওয়া হল। এছাড়াও ১০০টি নতুন শাড়ী তুলে দেওয়া হয়েছে স্থানীয় বিভিন্ন এলাকার অসহায় গৃহবধূর হাতে।উজ্জ্বল মিস্ত্রি ও সোহম ভট্টাচার্য সুন্দরবন থেকে ফিরে আমাদের জানান, চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ওই এলাকার অধিকাংশ মানুষ। কোনো পরিবার দিনে একবার আহার করছে তো কোনো পরিবার থালা নিয়ে খাবারের জন্য ঘুরছে।তাই লক্ষে পৌঁছাতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি।

আমাদের এই প্রয়াসে যাঁরা আমাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন তাঁদের প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি শ্রী পল্লব কান্তি ঘোষকে। যিনি আমাদেরকে প্রশাসনিক ভাবে সহায়তা করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু বিশ্বাসকে যিনি আমাদেরকে আজ সুষ্ঠুভাবে ত্রাণ বিলি করার জন্য সর্বোপরি সহায়তা করেছেন। এছাড়াও অশেষ অশেষ ধন্যবাদ জানাই লাল হলুদ ব্রাইট বাহিনী- ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব গড়িয়া এর প্রতিটি সদস্য এবং যাঁরা আমাদেরকে আর্থিক ও পারিশ্রমিক ভাবে সহায়তা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *