আনলকের মধ্যেও সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী অসহায় ৬০০ জন মানুষকে তুলে দিল খাদ্য সামগ্রী
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৮ই জুন ২০২০ : রাজ্যে করোনার দাপট বেড়ে চলেছে প্রতিদিনই তবে আক্রান্ত যেমন হচ্ছে তার থেকে বেশি সুস্থ হচ্ছে।ইতিমধ্যে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ১২,৭৩৫ এবং মৃত্যু হয়েছে মাত্র ৫১৮ জনের কিন্তু সুস্থ হয়েছেন ৭০০১ জনের। আজ ভারতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৩,৭৮,১৭১ যার মধ্যে মৃত্যু হয়েছে ১২,৫৩৯ এবং সুস্থ হয়েছেন ২,০১,২৯৭ জন।যদিও ভারতে এখন লকডাউন পরিস্থিতি সেভাবে না থাকলেও কিছু ক্ষেত্রে মানা হচ্ছে। বর্তমানে আনলক ১ ঘোষণা করা হয়েছে যেখানে কিছু শিথিলতা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও মানুষ আতঙ্কিত বিশেষ করে যারা দরিদ্রসীমার নীচে বসবাস করেন। সোনারপুর উত্তর বিধানসভায় এমন ৫টা গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে দরিদ্রসীমার নীচে মানুষ বসবাস করেন।ইতিমধ্যে সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর থানা এলাকায় প্রায় ৩৫ জন ইতিমধ্যে করোনায় আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে মাত্র ২ জনের।
সোনারপুর উত্তর বিধানসভার মানবিক বিধায়ক ফিরদৌসী বেগম আজ খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে ৬০০ জন দুঃস্থ মানুষকে চাল, ডাল, লবন, সোয়াবিন, সাবান, তেল এবং শিশুদের জন্য হরলিক্স তুলে দেন।এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দেবারতি সরকার, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) ডঃ সৈকত মাঝি, সোনারপুর পঞ্চায়েত সমিতি সভাপতি প্রবীর সরকার, জেলা পরিষদ সদস্য রঞ্জন বৈদ্য, খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান গোঁরাচাঁদ নস্কর।সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক লকডাউনের শুরু থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতের করোনা জেরে অসহায় মানুষের পাশে থেকেছেন।এমনকি বিধায়ক আমফান ঝড়ে দুর্গত মানুষের পাশেও থেকেছেন।