খবরাখবর

বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে পাল্লা দিয়ে রেশনের কুপন বিলি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩রা জুলাই ২০২০ : সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম সেই করোনার শুরু থেকে আমফান পর্যন্ত মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে গেছেন। কখনও খাদ্য সামগ্রী দিয়ে, কখনও রান্না করা খাবার দিয়ে, কখনও আমফান দুর্গতদের ত্রিপল বিলি করে, কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো নিয়ে, করোনা আক্রান্ত এলাকায় জীবাণুমুক্ত করা, অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করার মধ্যে দিয়ে তিনি ব্যস্ত ছিলেন। এবার রেশন কার্ড নেই এমন মানুষদের পাশে থাকলেন বিধায়ক ফিরদৌসী। রাজপুর সোনারপুর পৌরসভার ১৭টা ওয়ার্ড ও ৫টা পঞ্চায়েত এলাকার মানুষদের এবার এইধরনের অসহায় মানুষ ও পরিযায়ী শ্রমিকদের রেশন কুপন দেওয়ার উদ্যোগ নিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সব মানুষের রেশন কার্ড নেই বা ভিন রাজ্য থেকে এই রাজ্যে ফিরে এসেছে তাঁদের খাদ্যের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার।

রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে পাল্লা দিয়ে প্রায় ৯০০ বিনা রেশন কার্ড ও পরিযায়ী শ্রমিকদের দুমাসের রেশনের জন্য কুপন বিলি হল। একদিকে ওয়ার্ড অফিস থেকে এই কুপন করল প্রাক্তন পৌরপিতা তরুণ কান্তি মন্ডল এবং নবশ্রী বাজার দলীয় কার্যালয় থেকে সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত ও গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত। প্রায় তিনদিন ধরে এই কুপন বিনা দুর্নীতিতে অসহায় মানুষদের এই কুপন বিলি হওয়ায় বহু পরিবার এই আনলক অবস্থায় উপকৃত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *