গড়িয়া যুব তৃণমূল নেতা জয়ন্ত সেনগুপ্ত-র বাড়ি জীবাণুমুক্ত করা হল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে জুলাই ২০২০ : করোনা যেভাবে গোটা গড়িয়া তথা সোনারপুর অঞ্চলে থাবা বসিয়েছে তাতে ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন। এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি গড়িয়া টাউন তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত সেনগুপ্ত। যদিও জয়ন্ত সেনগুপ্ত-র পৈতৃক বাড়ি রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে কিন্তু তাঁর নতুন বাড়ি বর্তমানে ৪ নং ওয়ার্ডে।তাই জয়ন্ত সেনগুপ্ত করোনায় আক্রান্ত হওয়ার পর এলাকায় সংক্রমণ রুখতে তাঁর ৪ নং ওয়ার্ডের বাড়ি দায়িত্ব নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত করল স্থানীয় বিদায়ী সি আই সি ও বর্তমান প্রশাসকমন্ডলী সদস্য বিভাস মুখার্জি (মনু) ও ওয়ার্ড সভাপতি সুধাংশু দে (মিঠু)। জয়ন্ত সেনগুপ্তের বাড়ির সাথে ওই এলাকার পার্শবর্তী বাড়িগুলোকেও জীবাণুমুক্ত করা হয়।