রাজনীতি

পাথরপ্রতিমায় বিজেপির বেপরোয়া সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ২৮শে জুলাই ২০১৯ : সাম্প্রতিক দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা বিধানসভায় “জি প্লটে” বিজেপি বেপরোয়া আক্রমণ চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর। সাম্প্রতিক পাথপ্রতিমার এই এলাকায় রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকেরা। পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের পক্ষে তেমন তৎপরতা ছিল না অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপারে। বিজেপির আক্রমণ ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তৃণমূলের তরফে রামগঙ্গা বিডিও অফিসের সামনে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। প্রদিবাদ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা, সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি ও রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, জেলা যুব তৃণমূল কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার সহ আক্রান্ত তৃণমূল সমর্থকরা।সভায় পাথরপ্রতিমা থানার পুলিশদের সময়সীমা দেওয়া হয়েছে আসল অভিযুক্তদের সোমবারের মধ্যে গ্রেফতার করার ব্যাপারে। এই সভা থেকে স্থানীয় বিজেপি সমর্থকদের হুশিয়ারি দেওয়া হয়। সভায় এমনও বলা হয় যদি পুলিশ সময়সীমায় অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার না করে তবে তৃণমূল তার নিজস্ব পদ্ধতিতে রাস্তায় নামবে। এতে এলাকায় যদি শান্তি ভঙ্গ হয় তবে তার দায়িত্ব পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *