বিনোদন

সোনারপুর উৎসব কমিটির উদ্যোগে কিশোর কুমার ও মহঃ রফির স্মরণে “ইয়াদে”

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৯ই আগস্ট ২০১৯ : আজও আমরা সেই প্রবাদপ্রতিম দুই কিংবদন্তী শিল্পী কিশোর কুমার ও মহঃ রফিকে ভুলতে পারিনি। তাদের সঙ্গীত আজও আমাদের মনে দাগ কেটে আছে, সময় অসময়ে আজান্তেই গুনগুণ করে ওঠে অন্তর থেকে। তাই তাদের স্মরণে সোনারপুর উৎসব কমিটির উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার জয় হিন্দ প্রেক্ষাগৃহে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান ও রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আমি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য শেখ মুস্তাক, বনহুগলী পঞ্চায়েতের চিরঞ্জিত বিশ্বাস, পুরমাতা নমিতা দাস, নিতু দাস, প্রদীপ চক্রবর্তী, পিন্টু দেবনাথ, তপন মন্ডল সহ অনেকে। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ কারণ মঞ্চে তখন জনপ্রিয় শিল্পীদের সঙ্গীতছটা। সঙ্গীত পরিবেশন করেন গৌতম ঘোষ, রিন্টু আহমেদ, রাজেশ শঙ্কর, মহঃ শাকিল, কুমার সঞ্জয়, মহঃ কুরবান ও শিমি কর। শিল্পীদের সেই পুরানোদিনের কিশোর কুমার ও মহঃ রফির বিখ্যাত গানগুলো সকলকে একবার ফের সঙ্গীতমুখর করে তোলে। গোটা প্রেক্ষাগৃহ ছিল সঙ্গীতমগ্ধ। সমগ্র অনুষ্ঠানের দায়িত্বে ছিল পাপ্পু মিউজিকাল গ্রুপ। ছবি : অমিত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *