কলকাতায় ড্যানিয়াল ওয়েলিংটনের প্রথম স্টোর উদ্বোধন করল অভিনেত্রী নুসরত জাহান
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৯ই সেপ্টেম্বর ২০১৯ : ড্যানিয়াল ওয়েলিংটন হল এক অগ্রগামী সমসাময়িক এবং স্লিক ডিজাইনের ঘড়ি ও অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার যারা কলকাতায় তাদের প্রথম স্টোর উদ্বোধন করল।এই সংস্থা বিশ্বের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ড্যানিয়াল ওয়েলিংটন হল একটি সুইডিস ব্র্যান্ড যা প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে।
বিশ্বের বহু অগ্রগামী ব্র্যান্ডের সম্ভার নিয়ে কলকাতায় সাউথ সিটিতে ড্যানিয়াল তাদের এই নতুন স্টোরটি প্রস্তুত করার নিখুঁত জায়গা হিসাবে বেছে নিয়েছে। ৩৫০ বর্গ ফুটের এই স্টোরটি ড্যানিয়ালের তৈরি করা সেই চমৎকার ডিজাইনের মধ্যে টাইমলেস ইউনিসেক্স ওয়াচ ও তার অনু দ্রব্য সজ্জিত আছে। বাংলা সিনেমার সুপ্রতিষ্ঠিত ও সুন্দরী অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান এই স্টোরটি উদ্বোধন করেন। অভিনেত্রী নুসরতের হাতেও দেখা গেল এই সংস্থার তৈরি গ্র্যান্ড পেটাইত মেলরোজ মডেলের ঘড়িটি।
অনুষ্ঠানে এসে নুসরত জানান, এই সংস্থার ঘড়ি বিশ্ববিখ্যাত তার ডিজাইন ও স্লিক বৈশিষ্টের জন্য। বেশ স্টাইলিস যুক্ত ও ইলিগেন্ট লুক আছে এদের সব ঘড়িতেই। সব থেকে বড় সুবিধা হল এদের একই ঘড়ি নারী পুরুষ নির্বিশেষে সবাই পড়তে পারে।
পেটাইত কালেকশন শুরু ১১৯৯৯ টাকা থেকে। প্রচারে : প্যাসিফিক কমিউনিকেশন।