তন্ময় রায়ের “রাজনন্দিনীতে” অভিনেত্রী দেবলীনা কেন আতঙ্কিত?
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৯শে নভেম্বর ২০১৯ : অভিনেত্রী দেবলীনা দত্ত এই প্রথম হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। এর আগে যদিও দেবলীনা হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন কিন্তু হিন্দি ছবিতে এই প্রথম সেই সুযোগ এনে দিল ডি সুধীর প্রোডাকশনস। দেবলীনার সেই সুযোগের থেকেও যেটা সব থেকে বড় সুযোগ এতগুলো মুম্বাই-এর তারকাদের সাথে কাজ করার অভিজ্ঞতা। পুর্ণজন্ম ও অলৌকিক ঘটনা সম্বোলিত একটা গা ছমছম করা সঙ্গীত মুখর ছবিতে অভিনয় করবেন বাংলার তনয়া দেবলীনা।
ছবির সৃজনশীল পরিচালক তথা সঙ্গীত পরিচালকের কথায় এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক সময়ই অভিভাবকদের কথা অমান্য করে হঠকারি সিদ্ধান্ত নেয়। আর তার ফল কতখানি ভয়ঙ্কর হতে পারে এই বিষয় নিয়ে আমাদের ছবি “রাজনন্দিনী”। অলৌকিক ঘটনা এবং রিইনকারনেশন বিষয় অনেকটা এইরকম- কিশানগঞ্জের নীল সম্বন্ধে লোকমুখে নানান ঘটনা শোনা যায়। এই বাড়িতে নাকি প্রেতাত্মার বসবাস। সেই বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কয়েকজন কলেজ পড়ুয়া। শিক্ষক, অভিভাবকের অমত থেকে সত্ত্বেও আর্কিওলজির শিক্ষক ফার্নান্ডেজকে নিয়ে খানিকটা জেদ করেই তারা সেই নীল হাভেলিতে যায়। সেখানে এই পড়ুয়ারা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয় তাই নিয়ে এই ছবি।
তন্ময় রায়ের এই ছবিতে দেবলীনা ছাড়াও অভিনয় করছেন মুম্বাইয়ের সুদেশ বেরী, অমিতা নান্দিয়া, নাফে খান, আদেশ কুমারের মত একাধিক শিল্পী। এছাড়াও দ্বিভাষিক এই ছবিতে বাংলার বিশ্বজিত চক্রবর্তী, সান্ত্বনা বসু, সত্যজিৎ চক্রবর্তী, পূজা গাঙ্গুলি, সুধীর দত্ত, দেবাশিষ কাঞ্জিলাল সহ অনেকে। ছবিতে পাঁচটি গানে কন্ঠ দিয়েছেন রথীজিত ভট্টাচার্য, শোভন গাঙ্গুলি, ঋক বসু, রূপসা দত্ত ও রাখী দত্ত। গান লিখেছেন রাজীব দত্ত, অরুনাশিষ রায় ও সুধীর দত্ত। দত্তপুকুরের এক বাগানবাড়িতে ছবির অধিকাংশের কাজ হলেও ছবির কিছুটা কানাডায় শুটিং রয়েছে। আগামী বছরের প্রথমদিকে এই ছবি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন সহকারি পরিচালক নারুগোপাল মন্ডল। প্রচারে লাইমলাইট।