বিনোদন

দুই বাংলার যৌথ প্রয়াসে সুমনা-রূপঙ্কর-এর ‘আর কোনো কথা নয়’

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৩শে আগস্ট ২০১৯ : সাম্প্রতিক কলকাতার এঞ্জেল ডিজিটাল স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল সুমনা-রূপঙ্কর-এর মিউজিক ভিডিও ‘আর কোনো কথা নয়”।বাংলাদেশের প্রখ্যাত গীতিকার বাংলাদেশ বেতারের কবির মহসীন রেজার উদ্যোগে ও তাঁরই লেখায় দুই বাংলার জন্য গান গাইলেন সংগীত শিল্পী রূপঙ্কর ও এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী শিল্পী সুমনা। গানটির শিরোনাম “আর কোনো কথা নয়”। যার সুর দিয়েছেন প্রবাদপ্রতিম সুরকার সলিল চৌধুরীর সুযোগ্য শিষ্য তবলাবাদক পলাশ দাস। গানটির ভিডিও সম্পাদনার কাজ করেছেন বিষ্ণু শর্মা। সুমনা ইতিমধ্যেই এঞ্জেল ডিজিটালের অনেকগুলি প্রসেনজিৎ ও মিঠুন চক্রবর্তীর সুপারহিট মুভিতে প্লেব্যাক করেছেন । সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ছবিতে গান গেয়েছেন। ঈদ

উপলক্ষ্যে বাংলাদেশের সুপারস্টার ইমরান ও সুমনার গাওয়া “স্বর্গ” শিরোনামের গানটি ইতিমধ্যে সুপারহিট হয়েছে। রূপঙ্কর জানান গানটি একদম রোমান্টিক ও মিষ্টি গান। আশা করেন সুমনা ও তার গাওয়া এই ডুয়েট গানটি শ্রোতাবন্ধুদের মনে জায়গা করে নেবে। মহসিন রেজা জানান, “সুমনা ও আরেক জনপ্রিয় শিল্পী পল্লব ঘোষের সাথে এক বছর আগেই “ভালোবাসার আকাশে” নামক গানগুলি বাংলাদেশ ও এপার বাংলার মানুষ গ্রহণ করেছেন এবং তারই ফলপ্রসু “আর কোনো কথা নয়” গানটি। রূপঙ্করের সাথে কাজটি করে খুব ভালো লেগেছে আর সুমনা এই মুহূর্তে দুই বাংলার নতুন প্রজন্মের একজন জনপ্রিয় ও গুণী শিল্পী। ছবি বিশ্বজিত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *