রবীন্দ্রসদন ও নন্দনে সাধারণের জন্য সেনাবাহিনীর উদ্যোগে যুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনী
অম্বর ভট্টাচার্য তকমা, কলকাতা, ২৭শে সেপ্টেম্বর ২০২১ : কলকাতায় প্রথমবার ভারতীয় সেনাবাহিনী এধরনের একটা উদ্যোগ নিল। এই উৎসবে ১৯৭১ সালে পাকিস্থানের সাথে সেই ঐতিহাসিক যুদ্ধকে স্মরণ করে চারদিন ব্যাপী এক চলচ্চিত্র উতসবের আয়োজন করেছে রবীন্দ্রসদন ও নন্দন প্রেক্ষাগৃহের ১,২ ও ৩ নং হলে। দিনে দুবার ছবি প্রদর্শনী করা হচ্ছে, দুপুর ২টো ও সন্ধ্যা ৭টা। এছাড়া ১৯৭১ সালে ব্যবহৃত যুদ্ধ যান ও ভিন্টেজ গাড়ির প্রদর্শনীর সাথে বিভিন্ন যুদ্ধের চিত্র প্রদর্শনীও চলছে। এই উৎসব চলবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণের জন্য এই উৎসব খুলে দেওয়া হয়েছে।