নতুন আঙ্গিকে সংগ্রামী যাত্রা প্রহরীর যাত্রা শুরু মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে “উড়ান” পত্রিকা উন্মোচন দিয়ে
বিশ্বজিত সাহা, এবিপিতকমা, কলকাতা, ২০শে সেপ্টেম্বর ২০১৯ : সংগ্রামী যাত্রা প্রহরী গত ১২ই সেপ্টেম্বর তাঁদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করল বাগবাজারের বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রা আকাদেমির সভাপতি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা কর্পোরেশনের ১১১ নং ওয়ার্ডের পুরপিতা অরূপ চক্রবর্তী, সংগঠনের সভাপতি মঞ্জিল ব্যানার্জি, সংগঠনের যুগ্ম সম্পাদিকা মিতালি চক্রবর্তী, যুগ্ম সম্পাদক অনুভব দত্ত এবং বহু নাট্য ও যাত্রা ব্যক্তিত্ব।
এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির, যোগ থেরাপি। অনুষ্ঠানে গুণী শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং সংগ্রামী যাত্রা প্রহরীর বার্ষিক ম্যাগাজিনে “উড়ান”-এর শুভ উন্মোচন করা হয়।সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন সংগ্রামী যাত্রা প্রহরীর সম্পাদিকা মিতালি চক্রবর্তী। এই সংগ্রামী যাত্রা প্রহরীর জন্ম আজ থেকে বহু বছর আগে। বিশিষ্ট নাট্য বিশারদের মতে সমগ্র বাঙ্গালীর জীবনে যাত্রা শিল্প বহু জুগ ধরে রয়েছে এবং আগামী দিনেও তা থাকবে। যতই মাল্টিপ্লেক্স হোক নাটক ও যাত্রার একটা আলাদা মাত্রা আছে। সেই নাটক ও যাত্রার প্রসারের জন্য সংগ্রামী যাত্রা প্রহরী সংগ্রাম করছে এবং করবে। যাত্রা ও নাট্য শিল্পীদের পাশে সর্বদাই এই সংগঠন প্রহরীর মত কাজ করবে। প্রচারে : রিদ্যম এন্টারটেনমেন্ট। ছবি : বিশ্বজিত সাহা।