উত্তর কলকাতার বনেদী বাড়ির পুজো নিয়ে বাংলা ছবি “আসছে বছর আবার হবে”
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৬ই অক্টোবর ২০১৯ : উত্তর কলকাতার এক বোনেদি পরিবারের নতুন প্রজন্মের সদস্য বড়দা, দাদাই, মিনি, লিলি ও পদ্মিনী বিশ্বের এক এক প্রান্তে থাকে। তাদের একাকিত্বের মাঝে যোগাযোগের একমাত্র উপায় হল হোয়াটসঅ্যাপ। ১৫০ বছরের এই বোনেদি পরিবারের ১০০ বছরের দূর্গা পুজো এদের সকলকে এক বন্ধনে বাঁধে। এই বিশাল বাড়িতে
শুধুমাত্র থাকে দাদু ও মিলি। কিন্তু এবারের পুজো শুরু হওয়ার আগে দাদু এমন এক ঘোষণা করেন যা সকলকে চমকে দেয়।বাড়ির সব থেকে প্রবীণ সদস্য দাদু বলেন, এই বিশাল বাড়ি তার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না আর তার উপর এই পুজো তার পক্ষে আর করাও সম্ভব হচ্ছে না। এবারের পুজো হবে শেষ পুজো। তিনি এই বিশাল বাড়ি এক প্রমোটারকে দিয়ে মিলিকে নিয়ে অন্যত্র থাকবেন। এই ঘোষণা শুনে সকলের মন খারাপ হয়ে যায়। নাতি-নাতনিরা দাদুকে অঙ্ক বোঝানোর চেষ্টা করে।
তবে এবার কি সত্যি এই বোনেদি বাড়ির পুজো বন্ধ হয়ে যাবে? কিন্তু সকলের সম্পর্কের মাঝে প্রতিবেশি পল্টু ও ভীম এলাকার কিছু মস্তানকে নিয়ে বাড়ির নাতি নাতিনিদের সাথে নিয়ে এই বাড়ি প্রমোটারের হাত থেকে রক্ষা ও পুজো চালু রাখার জন্য উঠেপড়ে লাগে। তাঁরা ঠিক করে সকলে মিলে এই পুজোর দায়িত্ব তুলে নেবে। ছবিতে অভিনয় করেছেন, দেবজয় মল্লিক (বড়দা), অরুণাভ দে (দাদাই), তনিশা
চ্যাটার্জি (মিনি), ত্রেশা চক্রবর্তী (মিলি), অন্তরা ব্যানার্জি (লিলি), দেবলিনা ঘোষ (পদ্মিনী), অভিরূপ চৌধুরী (পন্টু), তোষান চক্রবর্তী ( ভীম), তাপস চক্রবর্তী (বড়দার বন্ধু) এবং অঞ্জন বসু চৌধুরী (দাদু)। ক্রিয়েটিভ ডিরেক্টর তাপস চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এই ছবি মুক্তি পেতে চলেছে। নির্দেশক (কিছু না বলা কথা) সায়ন বসু চৌধুরী। ছবিতে গান গেয়েছেন তিসী নন্দী, গীতিকার রিতম সেন ও সুরকার মনিদ্বীপা সিংহ। ছবিতে খুব ছুঁয়ে যাওয়া গান হল “আজও তাঁকে মনে পড়ে”।