বিনোদন

ভালোবাসার মধ্যে কোন বর্ণ আসে না বুঝিয়ে দিল ৯৯ মিনিটের অ্যাটলাস

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৩ই নভেম্বর ২০১৯ : বিকাশ কল্পনা দুইবেদী নির্দেশিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “অ্যাটলাস” এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক নন্দন মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিকাশ। তিনি বলেন বাংলায় আমি এসেছি মাত্র দুবার। প্রথমবার বাংলায় ভালবাসতে, কিন্তু সেই ভালোবাসা টেকে নি। পরেরবার এসেছি নিজের ছবির ব্যাপারে কথা বলতে। তবে এটা বলতে পারি বাংলায় সংস্কৃতি বিরাজ করে। “অ্যাটলাস” ছবিতে রামপ্রসাদের অফুরন্ত প্রেমের গল্প দেখানো হয়েছে।এই রামপ্রসাদের নাম এখানে বাপ্পা।রামপ্রসাদের প্রেম ছিল দুটো। প্রথমটা তাঁর স্ত্রী আর দ্বিতীয়টা তাঁর সাইকেল। রামপ্রসাদ মনে করতো সে তাঁর সম্পর্ক বজায় রেখেছে এবং তা অবিচ্ছেদ্ধ বন্ধনে বেঁধেছে যেমন অ্যাটলাস।

কিন্তু বাপ্পা জীবনে প্রথমবার ধাক্কা খেল যখন তাঁর নাতিকে সে সমর্থন করে। তাঁর নাতি অন্য বর্ণের যুবতীকে বিবাহ করতে রাজি কারণ সেই ভালোবাসা আর সমাজ সেই বিয়েকে মান্যতা দিতে নারাজ। রামপ্রসাদ এই বিয়েতে রাজি হলেও তাঁর স্ত্রী রামলালী বিরোধিতা করে। রামপ্রসাদ চেষ্টা করে সকলকে বোঝাতে কিন্তু কোন লাভ হয় নি। তাঁর পরিবার বোঝে নি, তাঁর সমাজ বোঝে নি, অবশেষে সমাজের বিরুদ্ধে গিয়ে রামপ্রসাদ তাঁর মতাদর্শকে প্রতিষ্ঠিত করে।৯৯ মিনিটের ছবিতে অভিনয় করেছে বাচন পাছেড়া (বাপ্পা), আশা স্নেহাল (আম্মা)। এলে হাউজ প্রাঃ লিঃ পরিচালিত এবং গাঁজরা শর্মা প্রযোজিত ছবিতে চিত্রনাট্য করেছেন বিকাশ নিজেই। বিকাশ বলেন, ভালোবাসার যন্ত্রণা আমি বুঝি আর তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *