You cannot copy content of this page. This is the right with takmaa only

সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকারের নতুন সিঙ্গেল “বাসছি ভালো গানে গানে”

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২২শে অক্টোবর ২০২০ : এবারের পূজোয় পর পর ৫ টি গান Music Charts এ Trending হওয়ার পর ২২ এ অক্টবর , টলিউডের সঙ্গীত পরিচালক এবং গায়ক প্রতীক কর্মকারের নতুন গান “ভাসছি ভালো গানে গানে” প্রকাশ হল প্রতীকের নিজের মিউজিক কম্পানি “PR Studios” থেকে । গানটি গেয়েছেন তনুশ্রী বোস ।

প্রতীকের এই নিয়ে ১১২ টি ফিল্ম ও নন-ফিল্ম গান প্রকাশ হল এবং এখন প্রতীক নিজে একজন মিউজিক ডিরেক্টর হওয়ার পাশাপাশি, প্রতীক পি.আর.স্টুডিওস নামক মিউজিক কম্পানির কর্নধার ও। নবাগতা তনুশ্রীর এটি প্রথম গান এবং ক্যারিয়ারের শুরুতেই প্রতীকের মত একজন টলিউডের সঙ্গীত পরিচালকের সাথে কাজ করতে পেরে বেশ উৎসাহ পেয়েছে।

প্রতীক জানিয়েছেন তে তিনি তিনটি নতুন টলিউড ফিল্ম সাইন করছেন এবং ২০২১ এ সব কটি ছবি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।

“ভাসছি ভালো গানে গানে” গানটি ১০ ঘন্টার মধ্যে জিওসাভন এবং অন্যান্য ডিজিটাল মিউজিক স্টোর এ সব মিলিয়ে ৭০০০ প্লেস পার করে ফেলেছে ।

এই গানটির পর প্রতীক আর তনুশ্রীর জুটির কাছে তাদের অনুগামীদের আরো নতুন নতুন গান উপহার পাওয়ার ইচ্ছে অনেকটাই বেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *