করোনা আবহে সঙ্কটে শিল্পীদের পাশে ভারতের সবচেয়ে দীর্ঘতম ডিজিটাল কনসার্ট
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৯শে সেপ্টেম্বর ২০২০ : সারা বিশ্বে “করোনা ভাইরাস” অতিমারি সংকটকালে বাংলার সাংস্কৃতিক জগতের শিল্পীরা ভয়ঙ্কর আর্থিক সঙ্কটে পড়েছে। সঙ্গীতশিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী, ধ্বনি প্রখ্যাপক, বাচিক শিল্পী, যারা সারাক্ষণের বিনোদনশিল্পী, তাঁরা হয় নিজেদের পেশা ছেড়ে অন্য পেশাকে বেছে নিচ্ছেন নতুবা আত্মহত্যার পথ বেচে নিচ্ছেন। এই সব গুনী অসহায় শিল্পীদের এবং সঙ্গীত জগতের কলাকুশলীদের পাশে থেকে বেঙ্গল মিউজিশিয়ান রিলিফ ফান্ড তাঁদের অর্থ সংগ্রহ করার জন্য বাংলার প্রথিতযশা এবং নবীন প্রজন্মের শিল্পীদের নিয়ে আগামী ৯ই অক্টোবর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত ই জেড সি সি-তে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩৬ ঘন্টা ধরে বাংলার ১০০০ সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী, বাচিকশিল্পী সহ “বন্ধু রূপেন সংস্থিতা” নামে এক ডিজিটাল কনসার্ট হতে চলেছে। এই ডিজিটাল কনসার্ট সারা বিশ্বে ১২০টি দেশে উৎসব প্রিয় বাঙালীদের কাছে ফেসবুক লাইভের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এই ডিজিটাল কনসার্ট থেকে ফেসবুক লাইভ টিকিট বিক্রি করে সংগৃহীত অর্থ বাংলার দুঃস্থ শিল্পী যাদের ব্যাঙ্ক ব্যালেন্স ৩০ হাজার টাকার নীচে তাঁদের সাহায্য করা হবে বলে সিদ্ধান্ত হয়।
এই সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শঙ্কর চক্রবর্তী, দেব শঙ্কর হালদার, পিলু ভট্টাচার্য, সমীর আইচ, অচিন মুখার্জি, শান্তি লাল মুখার্জি, সৈকত মিত্র, সুজয় ভৌমিক সহ অনেকে।অনুষ্ঠানে অভিনেতা শঙ্কর চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে করোনার কারণে শিল্পীদের করুণ অবস্থার কথা বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন।