স্তব্ধ টলিপাড়ায় মানুষদেরকে নিয়ে এক অভিনভব আড্ডায় মেতে উঠেছে ‘টিভি ওয়ালা মিডিয়া’ ভার্চুয়াল জগতে, জুম আপের মাধ্যমে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই এপ্রিল ২০২০ : কোভিড ১৯ – মাহামারিতে স্তব্ধ বিশ্ব। লক ডাউন ভারত বর্ষে , স্তব্ধ এই বঙ্গও । লকডাউন এর জেরে কাজ বন্ধ টলিপাড়ায় কুড়ি দিন হয়ে গেছে।
এই লকডাউনে কি ভাবছেন তারা? পরবর্তী সময় নিয়েও বা কি ভাবছে টলিপাড়া ? আর শুধু কলকাতা কেন প্রতিবেশী বাংলাদেশের শিল্পীরাই বা কি ভাবছে ? কি হতে চলেছে আগামী দিনে। সঙ্গে গান বাজনা হৈ হুল্লোড় নিয়ে শুরু হয়েছে ‘টিভি ওয়ালা মিডিয়া’র অন্যতম প্রাণ পুরুষ অমিত গাঙ্গুলী ও টিমের ” লকডাউনে আড্ডা ‘।
বিগত কয়েকদিন ধরে, সঙ্গীত সিনেমা বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা এসেছেন এই আড্ডায় যেমন বিশিষ্ট পরিচালক চিত্রপরিচালক ইন্দ্রাশিস আচার্য ,অর্জুন দত্ত , শিলাদিত্যা মৌলিক , উজ্জ্বল বসু , স্বপন আহমেদ ওপার বাংলার মানুষজন সংগীতশিল্পী রনজয় , ঋত, লগ্নজিতা ,গাবু, , অম্লান, স্বপ্ননিল সজিব, তৃষা , ইশান, কোনা , রাজ বর্মণ , সাগ্নিক সেন, অমিত গাঙ্গুলি , কুমার সঞ্জয়, সুজয় ভৌমিক আনিমেশ শিকদার, চিত্র তারকাদের মধ্যে সৌরভ দাস , মৈনাক ব্যানার্জি , অমৃতা চট্টোপাধ্যায়,দেবলীনা কুমার , কিঞ্জল নন্দা ,খেয়া চট্টোপাধ্যায়, প্রান্তিকব্যানার্জি, রাজদীপ গুপ্ত অনুরাধা মুখার্জি
এই দিন গুলোতে সঞ্চালকের ভুমিকায় ছিলেন যথাক্রমে ইশান মুজমদার, অনির্বাণ মাইতি, অনিমেশ গাঙ্গুলি , সঙ্ঘশ্রী সিনহা, দেবালয় ভাট্টাচার্জ প্রমুখ।
‘টিভি ওয়ালা মিডিয়া’ র পক্ষ থেকে আগামি দিনেও ভার্চুয়াল জগতে আসতে চলেছে আরও শো জানিয়েছেন অমিত গাঙ্গুলী । আর ” লকডাউনে আড্ডা ‘ চলছে ‘টিভি ওয়ালা মিডিয়া’ র ফেসসবুক পেজেঃ https://www.facebook.com/TvwalaMEDIA/
রোজ সন্ধ্যা ৭ টায়, নজর রাখুন। প্রচারে সুদীপ যাদব।