You cannot copy content of this page. This is the right with takmaa only

রবীন্দ্রসদনে অশোক সুরানায় স্মরণ সভায় কথায় কথায় বিশাদের সুর

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২২শে সেপ্টেম্বর ২০১৯ : “আকাশ আট”-এর শ্রষ্টা এবং বাংলা সিরিয়ালের জনক অশোক সুরানা ২১শে জুলাই মুম্বাইয়ের ব্রীজ ক্যান্ডি হাসপাতালে শেষ ৬২ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই অকাল প্রয়ানে বাংলা সিরিয়াল জগতে এক কালো ছায়া নেমে আসে। সাম্প্রতিক রবীন্দ্রসদনে তাঁর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেতা প্রসেঞ্জিত চ্যাটার্জি, নির্দেশক দেবিদাস ভট্টাচার্য, অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, অভিনেত্রী দোলন রায়, সঙ্গীত শিল্পী জোজো সহ টলিউডের বহু ব্যক্তিত্ব।

অনষ্ঠানের শুরুতে অশোক সুরানার স্মরণে সিধু তাঁর সঙ্গীত পরিবেশন করেন এবং পরবর্তীতে শ্রাবনী সেন, দুর্নিবার সাহা, জোজো, অঙ্কন,

অরিত্রা, তীর্থ ভট্টাচার্য, অর্পন-অর্পিতা, শোভন গাঙ্গুলি, মাধুরা, ইমন চক্রবর্তী, দোহার, প্রেমাংশু, প্রদ্যুত দে সরকার, অরুণাশিষ এবং পৌষালী একে একে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অশোক সুরানার উপযুক্তা কন্যা ঈশিতা সুরানা বলেন, তিনি শুধু আমার বাবা হিসেবে ছিলেন না, তিনি আমার পথনির্দেশক, আমার উপদেষ্টা ছিলেন যা তিনি আমার সারা জীবনের প্রেরণা হয়েই থাকবেন। আমি আমার বাকি জীবন তাঁর আদর্শে ও অনুপ্রেরণায় তাঁর অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তব রূপদান করার আপ্রাণ চেষ্টা করবো।প্রচারে : সাগিটেরিয়াস। ছবি : বিশ্বজিত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *