জিও কিং ও কুইন ২০১৯ কলকাতায় আসছেন আরবাজ খান ও কাইনাত অ্যারোরা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৯শে অক্টোবর ২০১৯ : জিও গুরু কিং ও কুইন এবার মিস্টার, মিস ও মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৯ দেশ জুড়ে আয়োজন করতে চলেছে। সাম্প্রতিক কলকাতায় এক নামকরা পাঁচতারা হোটেলে অডিশন রাউণ্ড হয় যেখানে জুরি হিসাবে
উপস্থিত ছিলেন শাইনি সোনি, অ্যাডোলিনা গাঙ্গুলি(মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড), আশির ফাজাল, অয়ন চ্যাটার্জি, পমিতা সাধুখাঁ (মিসেস বেঙ্গল ২০১৮) ও সোফিয়া খান।বাংলার আয়োজক সুকন্যা রক্ষিত গুপ্ত বলেন, ২০১৯ সালের বাছাই পর্ব চলবে সারা দেশ জুড়ে যেমন মুম্বাই, লখনৌ, দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরুতেও হবে।কলকাতার পর দেশের অন্যান্য শহরে বাছাই পর্ব হবে। কলকাতায় ৬০ জনের মত কন্টেসটেন্ট হয়েছে কিন্তু জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এখনও অনলাইনে আবেদন করছে তাই আমরা বাধ্য হয়ে অনলাইন অডিশন নিচ্ছি।এই পেজেন্ট শো-র সেমিফাইনাল হবে দুবাইতে এবং ডিসেম্বরের মাঝামাঝি কলকাতায় ফাইনাল।কলকাতায় বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার লিজা ভার্মা যিনি একসময় সুস্মিতা সেন, মনীষা চিল্লার, নেহা ধপিয়া, জ্যাকলিন ফারনান্ডেজ, নিকিতা আনন্দকে গ্রুমিং করেছেন। এছাড়া অন্যজন বিচারক ছিলেন শাইন সোনি রনবীর কাপুর, জিমি শেরগিল, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, হানি সিং, ডিনো মরিও-র মত সেলিব্রিটিদের ড্রেস ও স্টাইলিং করেছেন।
এই গ্ল্যামার হান্টে আমরা শুধুমাত্র বাইরের সৌন্দর্য্যকে প্রাধান্য দিচ্ছি না কারণ কারুর রং বা শেপ শুধু বিচারের জায়গা নয়, আসল হল আভ্যন্তরীন সৌন্দর্য্য ও কি ভাষায় কি ভাবে কথা বলছে।বিশেষ আকর্ষণ হল ফাইনালে কলকাতায় বিচারক হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা ও নির্দেশক আরবাজ খান ও অভিনেত্রী কাইনাত অ্যারোরা।এই অনুষ্ঠান দেখা যাবে জুম চ্যানেলে ও অয়েব জিও গুরু-তে। প্রচারে : অ্যারন মিডিয়া। ছবি : রাজেন বিশ্বাস।