পুজোর আগেই সঙ্গীতপ্রেমীদের জন্য কৌশানী ও সুজিতের গানের অ্যালবাম “বন্ধুত্বের হাত”
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ১লা অক্টোবর ২০২০ : দীর্ঘ ছয়মাস হয়ে গেছে মানুষ করোনা কালের বন্দি দশা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের জীবন থেকে আনন্দ চলে গেছে। বহু মানুষ এই করোনাকালে আত্মীয় পরিজন হারিয়েছেন। ব্যস্ত জীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে দেশজুড়ে আনলক – ৪ চলছে। সাধারণ মানুষ নিজেদের মন ভালো রাখার উদ্যেশ্যে টিভি তে মোবাইল ফোনে বিনোদন সারছেন। সিনেমা থিয়েটার হল বন্ধ। সংগীতানুষ্ঠান ও হচ্ছে না অথচ শিল্পীরা সব সময় মন থেকে তাদের দর্শক শ্রোতাদের আনন্দ দিতে উদগ্রীব। বর্তমান পরিস্থিতির কথা বিচার করে সংগীত শিল্পী কৌশানী ও সুজিত “বন্ধুত্বের হাত” নিয়ে হাজির আপনাদের দরবারে। সুজিতের কথায়, ব্যস্ত জীবনের যন্ত্রনা, রাগ অভিমান দ্বিধা সব ভুলে বন্ধুর সাথে গানে গানে চেনা সুরে সুর মিলিয়ে দূরে হারিয়ে যাওয়ার একটি গান। গানের কথা ও সুর দুজনের গায়কী মনে দাগ কাটার মতো। আপনাদের সকলের পছন্দের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ‘বন্ধুত্বের হাত’। গানের কথা ও সুর করেছেন সুজিত। কি বোর্ড প্রোগ্রামিং করেছেন প্রনব।প্রচারে আদিত্য চক্রবর্তী।