মহাবীর দানওয়ার জুয়েলার্সের কপল নং ১ দিত্বীয় বর্ষের প্রতিযোগিতারপুরস্কার মালদ্বীপ
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৩ই জুন ২০২৩ : বিবাহের তাৎপর্য প্রকাশে মহাবীর দানওয়ার জুয়েলার্স কাপল নং ১ প্রতিযোগিতা শুরু করল। অলংকারে ঐতিহ্যবাহী এবং শিল্পসুষমার উৎকর্ষতম প্রকাশে দক্ষ মহাবীর দানওয়ার জুয়েলার্স বিবাহিত দম্পতির বিবাহ বার্ষিকী আরও অর্থবহ করতে সংস্থার পক্ষে কপল নং ১ প্রতিযোগিতার আয়োজন করেছে।এর মাধ্যমে ভারতে বিবাহবন্ধন ঐতিহ্যমন্ডিত এক বন্ধনের বিষয় এবং ভালবাসার চিরন্তন প্রকাশের মাধ্যমে প্রাত্যহিক জীবন যাপনের মাধুর্যকে উপভোগ করা বিষয়িটিকেই স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই প্রতিযোগিতা।মধ্যকলকাতার উৎসব পালনের জনপ্রিয় স্থান পার্ক ট্রিটে সংস্থার শোরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠত হবে ১৪ জুন।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাইয়ে বিভিন্ন পেশার দক্ষ ব্যক্তিগণ বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে বিশিষ্ট অভিনেত্রী রিচা শর্মা, সফল ব্যবসায়ী প্রীতি আগরওয়াল,প্রেরণাদায়ী বক্তা নয়না মোরে,পাঁচবারের মহিলা কেটলবল ক্রীড়া চ্যাম্পিয়ন শিবানী আগরওয়ালা।এছাড়া সংস্থার ডিরেক্টর বিজয় সোনী, ডিরেক্টর অরবিন্দ সোনী প্রমুখ প্রতিযোগিতায় উৎসাহ প্রদানের জন্য উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক দম্পতিদের বিবাহ পরবর্তী তোলা ছবিগুলির মধ্যে থেকে একান্ত পছন্দের বাছাইকরা ছবিগুলি পাঠাতে হবে। অংশগ্রহণকারী দম্পতিগণের পাঠানো ছবিগুলি সকল মান বিবেচনা করে তবেই সম্ভাব্য দম্পতিকেই চ্যাম্পিয়ন হিসেবে বাছাই করা হবে।বাছাই করা দম্পতি এমডিজে শোরুম ঘুরে দেখার সুযোগ পাবেন এবং তাদের অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ ডিসকাউন্ট ভাউচার প্রদান করা হবে।
মহাবীর দানওয়ার জুয়েলার্স এর ডিরেক্টর বিজয় সোনী প্রতিযোগিতা অনুষ্ঠানের সাফল্য কামনা করে জানান, বিবাহের পবিত্র বন্ধনকে প্রাত্যহিক ভালবাসার দিবস হিসেবে উদযাপনের জন্য উৎসাহ দেবে। এছাড়া কপল নং ১ প্রতিযোগিতার মাধ্যেম দম্পতিগণ তাদের বিশেষ মুহূর্তের ছবি গ্রহণের ক্ষেত্রে দক্ষতা প্রকাশ ও বিবাহবন্ধনকে দৃঢ় ও স্মরণীয়
সংস্থার ডিজাইনার সবিতা সোনী জানান, সংস্থা ভালবাসার শক্তি যা আমাদের জীবনে আনন্দময় করে তাতেই বিশ্বাসী। প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী দম্পতিগণ তাদের সৃষ্টিশীলতাকে প্রকাশের সুযোগা পাচ্ছেন।
অরবিন্দ সোনী জানান, অংশগ্রহণকারীদের সৃষ্টিশীলতা এবং প্রতিযোগিতায় তাদের দক্ষতা প্রকাশ উপভোগ করার জন্য উদগ্রীব।প্রতিযোগিতর সকল মুহূর্তকে সংস্থার পক্ষে স্মরণীয় করে রাখায় দায়বদ্ধ।
সংস্থার ডিজাইনার ইন্দু সোনী জানান, ভালবাসা হৃদয় ও আত্মার মেলবন্ধনের মাধ্যম। কপল নং১ প্রতিযোগিতার মাধমে সংস্থা ভালবাসার সৌন্দর্য্য নিয়ে উদযাপন করতে আগ্রহী।
কিক জুয়েলস এর ডিজাইনার রেণু সোনী এবং ডিরেক্টর অমিত সোনী জানান, এমন এক প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে এমডিজে গ্রুপ সকলের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।কপল নং১ প্রতিযোগিতার মাধ্যমে বিবাহিত জীবনের সৌন্দর্য্য এবং ভালবাসার অন্তহীন যাত্রাকে স্মরণীয় করার সুযোগ এনে দিয়েছে। এই প্রতিযোগিতায় অংশীদারিত্বেরত সুযোগা পেয়ে আমরা ধন্য।
সংস্থার ডিরেক্টর এবং ডিজাইনার রাজেশ্বরী সোনী এবং সন্দীপ সোনী জানান, অলংকার ডিজাইনার হিসেবে আমরা ভালবাসার মুহূর্তগুলি সদর্থকভাবে প্রকাশের বিষয়টি আমাদের জানতে হয়। এর মূল্যবোধটির যথাযথ প্রকাশে সঠিক পদ্ধতির ব্যবহার করতে পেরেছি বল আশাবাদী।