বিনোদন

সোনারপুর উত্তরে মহামায়াপুর মিলন তীর্থ ক্লাবের পরিচালনায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৭ই জুলাই ২০১৯ : রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমানে সারা রাজ্যে রবীন্দ্র নজরুল জন্ম বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান হয়ে চলেছে। এতে এলাকার সামাজিক সংস্কৃতি অনেকটা বদলেছে। আর সেই সংস্কৃতির থেকে পিছিয়ে নেই সোনারপুর উত্তর বিধানসভা। সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার ২৮ নং ওয়ার্ডে মহামায়াপুর মিলন তীর্থ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং একই সাথে এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আই সি এস সি ও সি বি এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এই অনুষ্ঠান প্রতিটা ব্লক, ওয়ার্ড ও অঞ্চলের ক্লাবগুলোতেও চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ২৮ নং ওয়ার্ডের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ফিরদৌসী বেগম, ক্লাবের সভাপতি গোপাল দাস, স্থানীয় পৌরমাতা নমিতা দাস, ক্লাবের সহ সভাপতি অমিত পাল, কার্যকরী সভাপতি সুনীল বিশ্বাস, সম্পাদক সুমন বিশ্বাস, সহকারী সম্পাদক তপন দে ও রাজীব ত্রিপাঠি। উপস্থিত ছিলেন মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদীপ্ত মন্ডল, শিক্ষিকা সুপর্ণা রাহা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রবীর ভট্টাচার্য সহ ক্লাবের সকল সদস্যরা। সব মিলিয়ে ৩২ জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তুলে দেন বিধায়ক, ক্লাব সভাপতি গোপাল দাস ও পৌরমাতা নমিতা দাস।স্থানীয় শিল্পীদের উৎসাহ দিতে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সবশেষে ছিল স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান। একই অনুষ্ঠানে প্রতিবছরের মত এবছরও ২৮ নং ওয়ার্ডে ক্রিকেট টুর্ণামেন্টে জয়ী মিলন তীর্থ ক্লাবের বিজয়ী দলের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক ফিরদৌসী বেগম, ক্লাব সভাপতি গোপাল দাস, পৌরমাতা নমিতা দাস সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *