পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে উন্মোচিত হল শিল্পী চক্রবর্তী রচিত “খোলা মনে রঙ বেরঙে”
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৫ই মে ২০২৩ : পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে আজ উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই খোলা মনে রঙ বেরঙে। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাচ্চাদের উপর মোবাইলের দুষ্প্রভাব এই পুস্তকের মূল আলোচ্য বিষয়। অনুষ্ঠানে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয় সহস্রাংশু পাত্র-কে। করোনা অতিমারীর সময় লক ডাউন চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে পঠন পাঠন করতে করতে চোখের পাওয়ার বেড়ে যায় এই পড়ুয়ার। বর্তমানে মোবাইল থেকে সহস্র যোজন দূরে থাকতেই পছন্দ করে এই পড়ুয়া।