বিনোদন

রাকেশ সাওয়ান্ত পরিচালিত প্রথম ছবি “মুদ্দা ৩৭০ জম্মু ও কাশ্মীর”-র মিউজিক লঞ্চ ও টিজার রিলিজ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই ডিসেম্বর ২০১৯ : রাখী সাওয়ান্তের দাদা রাকেশ সাওয়ান্ত প্রথমবার নির্দেশনার দায়িত্ব তুলে নিয়েছেন এমন একটা ছবির যা প্রথমদিন থেকেই বিতর্কের সাথে জড়িয়ে গেছে। ছবির নাম “”মুদ্দা ৩৭০ জম্মু ও কাশ্মীর”, অভিনয় করেছে হিতেন তেজওয়ানি, জারিনা ওয়াহাব, অঞ্জলি পান্ডে, মোহন কাপুর, মনোজ জোশী, সুজাতা মেহতা সহ অনেকে। সদ্য কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া হয় এবং তার ফলে সারা দেশে এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

কিন্তু ছবির সব থেকে আকর্ষণ হল বলিউড কেন হলিউডের স্বপ্নের নায়িকা রাখী সাওয়ান্ত। সাম্প্রতিক কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্দেশক রাকেশ সাওয়ান্ত, ছবির অভিনেত্রী জারিনা ওয়াহাব, অঞ্জলি পান্ডে ও অভিনেতা হিতেন তেজওয়ানি সহ অনেকে। এদিন ছবির মিউজিক রিলিজ করা হয় এবং ছবির টিজার রিলিজ হয়।

অনুষ্ঠানে রাকেশ বলেন, ছবিটা দর্শক দেখলে অনেক কিছু জানতে পারবেন, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। প্রবীণ অভিনেত্রী জারিনা ওয়াহাব বলেন, ছবিটা করতে গিয়ে নিজেকে খুব উত্তেজিত ছিলাম। ছবিটা দর্শক দেখলে অনেক অজানা তথ্য জানতে পারবে। কাশ্মীর নিয়ে অনেক ভুল তথ্য দেওয়া হচ্ছে যেখানে আমরা সত্যটা তুলে ধরেছি। প্রচারে : রিদ্যম এনটারটেনমেন্ট। ছবি : রাজেন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *