বিনোদন

রাজা ঘোষের “আলাদিন”এর ম্যাজিকে ফিরলো ফেলে আসা মনের মানুষ, শুরু এক নতুন জীবনের রহস্য

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৭ই ডিসেম্বর ২০১৯ : প্রতিটা মানুষের জীবনে একটা ফেলে আসা মুহুর্ত আবার ফিরে আসে। আর সেই সময়টা তাঁর জীবনে হয়ে ওঠে একটা পরিবর্তনের মুহুর্ত। সাম্প্রতিক রাজা ঘোষ রচিত ও পরিচালিত দুটি পরিবারের ফেলে আসা সেই মুহুর্তকে ফিরে পাওয়ার গল্প নিয়ে বাংলা ছবি “আলাদিন”-এর গানের রেকর্ডিং হয়ে গেল হিন্দুস্থান রেকর্ডস-এর ফ্লোরে। ছবিতে অরুন্ধুতি, শুভঙ্কর ও তাদের ছোট্ট মেয়ে রুনঝুন যেমন একটা পরিবার আবার অন্যদিকে আর একটা পরিবার নিঃসন্তান সৌনক ও মধুরিমা।অরুন্ধুতি ও শুভঙ্কর তাদের একমাত্র মেয়ে রুনঝুনের অসুস্থতার কারণে বাড়ি বিক্রি করার সিধান্ত নেয় আর সেই বাড়ি কেনার পরিকল্পনা করে সৌনক।

কিন্তু সেই বাড়ি কিনতে এসে দুটো পরিবারের মধ্যে সেই ফেলে আসা জীবনের ছোঁয়া খুঁজে পায়।ফিরে আসে সেই জীবনের ফেলে আসা বহু স্মৃতি। ছবিতে অভিনয় করেছে কমলেশ্বর মুখার্জি, সৌরভ দাস, অমৃতা চ্যাটার্জি, পৌলমি দাস, রাজদীপ সরকার, কিঞ্জল নন্দ, সায়ন্তনী গুহঠাকুরতা, অমিত সাহা সহ অনেকে। ছবিতে দুটো গান আছে যা লিখেছেন রাজা ঘোষ ও নবারুণ বসু।

ছবিতে গান গেয়েছে লগ্নাজিতা চক্রবর্তী, তিমির বিশ্বাস, অনিন্দ্য ও অনুপম।ছবি নিয়ে অমৃতা জানায়, ছবিতে আমি একজন স্কুল শিক্ষিকা। মানুষের জীবনের বিভিন্ন সম্পর্কের লেয়ার এবং তা কোথায় এবং কোন সময় কিভাবে মিলে যায় তা নিয়ে ছবি। বাকিটা পরিচালকের বলা নিষেধ আছে।সায়ন্তনী জানায়, আমি ও সৌরভ দিল্লি থেকে কলকাতায় আসি একটা বাড়ি খুঁজতে। আমি সৌরভের দ্বিতীয় স্ত্রী, আমার নাম মধুরিমা। এখানে আসার পর ফেলে আসা জীবনের কিছু মুহুর্ত ফিরে আসে।

রাজদীপ বলে, আমি এখানে শুভঙ্করের চরিত্রে অভিনয় করছি এবং আমার স্ত্রী অমৃতা। আমাদের একটা ছটত মেয়ে আছে যার মেডিক্যাল কারণে আমরা নিজেদের বাড়ি বিক্রি করতে ইচ্ছা প্রকাশ করি। তবে ছবি সাথে ছবি নামের মধ্যে কোন মিল নেই। সেটাই ছবির মূল আকর্ষণ, ওটাই ছবির টুইস্ট।

পরিচালক রাজা ঘোষ জানান, ছবি নাম “আলাদিন” কারণ এখানে আলাদিন হল একটা কুকুরের নাম। এই আলাদিন হল ছবির প্রধান চরিত্র। আলাদিন একদিন নিজের বাড়ি থেকে হারিয়ে যায়। আলাদিন ঘুরতে ঘুরতে এক শহর থেকে আরেক শহরে চলে আসে।ছবির শুটিং কলকাতায় শুরু হবে জানুয়ারি মাসে।আলাদিনের চোখে দেখা জীবনের বিভিন্ন মুহুর্তকে তুলে ধরা হয়েছে। এদিন ছবির মলাটের গান “আলাদিন” রেকর্ডিং হল লগ্নাজিতার গলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *