এক জন্মান্ধ চিত্রকরের জীবন নিয়ে সত্যজিতের ছবি “পেন্টিংস ইন দ্য ডার্ক” আসছে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১লা নভেম্বর ২০১৯ : কলকাতার নবাগত পরিচালক সত্যজিৎ দাসের ছবি “পেন্টিংস ইন দ্য ডার্ক” কলকাতায় ভার্জিন ফিলমস ফেস্টিভ্যালের বহু মানুষের ভালোবাসা জয়ের পরে আমেরিকায় লিফ্ট-অফ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ভালোবাসা আর এক মধুর সম্পর্কের এই গল্প এর আগে নানা স্ক্রিনিংয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে।
এক অন্ধ ছবি আঁকার শিল্পীর জীবন কে ঘিরে বেড়ে উঠেছে ছবির মূল গল্প। যিনি শব্দ শুনে ছবি আঁকেন। জীবনের একমাত্র সম্বল মা। কিন্তু তার জীবনের পরিনতি কোথায়? জীবন পথের মূল স্রোত তাকে নিয়ে যাবে কোন ঠিকানায়? এই সব কিছু ধরা পরেছে এই ছবিতে। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন উত্তরবঙ্গের নবাগত অভিনেতা রাশেদ রহমান এবং তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তী চট্টরাজ। এছাড়া ছবিতে অভিনয় করেছেন নীলাঞ্জনা রূদ্র, সুরজিৎ মাইতি, শ্রীলা ত্রিপাটি, বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ চৌধুরী, সাহেব হালদার, রিয়াজ দে প্রমুখ। ছবিতে কয়েকটি গান রয়েছে। গানের শ্যুটিং হয়েছে কলকাতা ও শহরের বাইরে। ভুবনেশ্বর দে ফিলমস প্রযোজিত এই ছবিতে মিউজিক ডিরেক্টর রাজদীপ দাশগুপ্ত। খুব তাড়াতাড়ি ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হবে বলে জানান নির্দেশক সত্যজিৎ দাস।