শুভমুক্তি সোমনাথ সেনের পরিচালনায় “পালাবদল”
নিজস্ব প্রতিনিধি, তকমা নিউজ, কলকাতা, ২৩শে জুলাই ২০২৩ : পবন মন্ডল একজন আত্মভোলা নিরক্ষর মানুষ । স্ত্রী গৌরী মন্ডলকে নিয়ে তার সুখ দুঃখের সংসার । পবন বেকার । গৌরী বাসাবাড়িতে গৃহকাজ করে । মাঝেমধ্যে জমিতেও কাজ করে । গৌরী সৎ ভাবে বাঁচতে চায় । এই গ্রামেরই ধনী ও নামী মানুষ দীনবন্ধু দাস। লোভী ও স্বার্থপর। তার একমাত্র মা মরা ছেলে রকি। উৎশৃঙ্খল ও বখাটে । সব সময় অন্যায় ও কুকাজের সঙ্গে যুক্ত । রকির জ্বালায় পুরো অঞ্চল অতিষ্ঠ। পবন গরীব কিন্তু তার খিদে রাজার মত । পবনের যখন তখন খিদে পায় । তার এই খিদের সুযোগ নিয়ে দীনবন্ধু দাস ও রকি দাস পবনকে প্রায় সময় অপরাধী সাজায় । পবন ও পেটের জ্বালায় অপরাধী সাজে যখন তখন ওদের কথায়। লেখা সুন্দরী ও শিক্ষিতা এক সমাজকর্মী। দাদুর কাছের মানুষ l
দাদু জ্যোতির্ময় আদর্শবাদী । লেখা সাক্ষরতার স্কুল চালায়। সবাইকে সাক্ষরতার অভিযানে সামিল করতে চায় । থানায় ঘুষখোর বড়বাবু গোবর্ধন মাইতি ও মি: দাস তার এই কাজ করতে বাধা হয়ে দাঁড়ায় । লেখাও আশীর্বাদী লড়াকু মেয়ে , সে স্কুল চালায়, তার সাক্ষরতা মিশনে অংশ নেয় পবন ও গৌরী । একদিন খুন হয় লেখা । কেন খুন হল লেখা ? কে বা কারা ওকে খুন করে ?
অভিনয়ে – বিশ্বজিৎ চক্রবর্তী, মৌবনী সরকার, বিপ্লব চ্যাটার্জি, কল্যাণ চ্যাটার্জি, দেবিকা মুখার্জি, হিমাদ্রী দাস, রণিত দে প্রমুখ।
চিত্রনাট্য – সজল ঘোষ
সংগীত – চন্দন রায় চৌধুরী
চিত্রগ্রহণ – তীর্থ মিত্র
সম্পাদনা – দীপক মন্ডল
শিল্প নির্দেশনা – প্রদীপ দে সরকার
রূপসজ্জা – গোঁসাই সাহা
শব্দমিশ্রণ – অভিজিৎ ব্যানার্জী
রংনির্মাণ – সুজয় কুমার মিশ্র
কাহিনী ও পরিচালনা – সোমনাথ সেন