You cannot copy content of this page. This is the right with takmaa only

ভারতীয় ক্রিকেট দলের জন্য দুটো ভাষায় পিলু ভট্টাচার্য গান বানালেও সেই উদ্যোগ সম্পূর্ণভাবে ব্যর্থ হল

তনিমা সাহা, এবিপিতকমা, কলকাতা, ৯ই জুলাই ২০১৯ : এবার বিশ্বকাপ ক্রিকেটের “টিম ইন্ডিয়া”র জন্য সারা বিশ্বে সব থেকে বেশি খেলার গান এবং খেলার প্রসারের জন্য যিনি গান তৈরি করে থাকেন সেই সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য এবারও বাংলা ও হিন্দিতে গান তৈরি করলেন “জিতেগা ইন্ডিয়া” নামে শুভেচ্ছা সঙ্গীতের ভিডিও সিডি করলেন।যদিও সেই ইন্ডিয়া তাকে একেবারে বিমুখ করে সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে মাত্র ১৩ রানে হেরে গেল। বাংলা ভাষায় গান গেয়েছেন পিলু ভট্টাচার্য ও মাধুরী দে আর হিন্দি ভাষায় গেয়েছেন পিলু ভাট্টাচার্য ও সঞ্জীব তিওয়ারি। তাদের সাথে অংশগ্রহণ করেন আরও ৩০০ জন শিল্পী। জিতেগা ইন্ডিয়া নিয়ে পিলু ভট্টাচার্য বলেন, বাংলা চিরকালই ফুটবল প্রেমী ছিল কিন্তু যেদিন থেকে সৌরভ ক্রিকেট মাঠে এসেছে সেদিন থেকে বাঙালি সমানভাবে ক্রিকেট পাগল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের ভারতীয়রা শুভেচ্ছা জানাচ্ছে যাতে ভারত ফের একবার বিশ্বকাপ জয় করে। আর সেই ভাবনা থেকে পিলু ভট্টাচার্য দুটি ভাষায় “জিতেগা ইন্ডিয়া” গান করলেন। এই দুটি গানের গীতিকার উৎপল দাস। দুটি গানে কন্ঠ দিয়েছেন স্বাগতা গোস্বামী, স্বাগতা দাস বসাক, সাহানা বসু, সঙ্গীতা চক্রবর্তী, আকাশ মন্ডল, অনীশ চক্রবর্তী, অর্পন রক্ষিত, শুভদীপ দত্ত, কৌস্তব কর্মকার সহ অনেকে। সঙ্গীত আয়োজনে রুপজ্জ্বল মজুমদার এবং এই উদ্যোগকে যারা সাহায্য করেছে তারা বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড ক্লাব।পিলু ভট্টাচার্য আরও জানান, ‘খেলা ঘর ও আপন জন’ নামে দুটি স্বচ্ছাসেবী সংস্থা আছে যেখানে কিছু দুঃস্থ ও এইচ আই ভি শিশুদের চিকিৎসার জন্য এই দুটো সিডি বিক্রির অর্থ তুলে দেবেন।শোভাবাজার নাট মন্দিরে এই গানের দুটি অ্যালবামের শুভ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, ক্যানভাস শিল্পী সমির আইচ ছারাও ছিলেন মাধুরী দে, উৎপল দাস সহ অনেকে।প্রচারে : রিদ্যম এন্টারটেনমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *