বিনোদন

সাইকোলজিকাল থ্রিলার “দ্য জোকার” ৫ই মার্চ মুক্তি পেতে চলেছে

রাজীব মুখার্জি, এবিপিতকমা, কলকাতা, ৪ঠা মার্চ ২০২১ : কোভিড আমাদের জীবনের অনেকটাই কেটে নিয়েছে । অনেকটা সময় কেড়ে নিয়েছে। বহু ফিল্মের ব্যাক্তিত্বকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এর মত একজন অসামান্য অভিনেতা কে আমরা আর কােনোদিন দেখতে পাবোনা নতুন করে। কিন্তু এখনো রয়ে গেছে তার কিছু অসামান্য কাজ। সেই কাজেরই একটি হল দা জোকার। দা জোকার এই হয়তো শেষবারের মতো আমরা সৌমিত্র চট্টোপাধ্যায় কে একজন সত্য সন্ধানী হিসেবে দেখতে পাবো।

ডিরেক্টর জয় ভট্টাচার্য্য এবং তার টিমের ছবি দা জোকার খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে। আসন্ন 5 ই মার্চ এই ছবিটি কলকাতা শহর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে। ছবিতে দেখতে পাওয়া যাবে আমান রেজা, বিবেক রায়, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য, ভাস্বতী সেনগুপ্ত, অর্চিষ্মান সিং, দিলরাজ, আরব সাহা, জয়ন্ত পর্বত, প্রাঞ্জল সরকার, জয় বোস, সুভাষ পচিসিয়া, কঙ্কন কর, খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জি, হিমিকা পাত্র , সায়ন বিশ্বাস, প্রমূখ কে। ছবিটিতে মিউজিক দিয়েছেন সুমিত রায়। একটু ভালো গান গেয়েছেন সপ্তপর্ণী বসু। ছবি সম্পাদনা করেছেন অরিন্দম গায়েন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সিজির দায়িত্বে ছিলেন অনিতেশ। ক্যামেরার দায়িত্বে ছিলেন রঞ্জিত মন্ডল, শুভেন্দু সাহা, উদয় এবং সানি ভট্টাচার্য্য। সানি এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রথম ছবি।

কলকাতা মন্দারমনি ও নর্থ বেঙ্গলের বিভিন্ন ছবি ছবিটি সঠিক হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন সানি রোমহর্ষক সাইকো থ্রিলারটি সকল দর্শকের মনে জায়গা করে নিতে পারবে বলে ডিরেক্টর- রাইটার জয় ভট্টাচার্য মনে করেন। প্রডিউসার সানি ভট্টাচার্যের এক বছর আগে ছবিটি মিস না করতে পারার যন্ত্রণায় রয়েছে কারণ এক বছর আগে হলে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়তো প্রিমিয়ারের দিন উপস্থিত থাকতে।প্রচারে : লাইমলাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *