করোনায় বাড়িতে বসে গান গেয়ে ও ভিডিও বানিয়ে নেটিজেনদের কাছে ভাইরাল হলেন প্রখ্যাত শিল্পী পূষণ বোস
সাম্প্রতিক করোনা ভাইরাসে যখন সব কিছুই একপ্রকার বন্ধ হয়েছে। তখন এই প্রতিবন্ধকতাকে একপ্রকার তুচ্ছ করেই বাড়িতে বসে গান গেয়ে ও ভিডিও বানিয়ে নেটিজেনদের কাছে ভাইরাল হলেন প্রখ্যাত শিল্পী পূষণ বোস। কদিন আগে তিনি তার ফেসবুক পেজ থেকে ‘চিরদিনই তুমি আমার’ এই গানটির একটি ভিডিও আপলোড করেন যা প্রায় কয়েক দিনের মধ্যেই লক্ষাধিক দর্শকের মন জয় করেছে। তবে এই প্রথম বার তার ভাইরাল হওয়া নয়, কয়েক বছর আগেও ‘তেরে বিনা অধুরা’, ‘আশু’, ‘মাহি য়ে’ ইত্যাদি গানের দ্বারা নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন শিল্পী পূষণ বোস। বাংলায় একটি পরিচিত প্রবাদ আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, একথাই মনে করিয়ে দেয় তার গানের কথা, সুর ও মৈলিক স্টাইলে গাওয়া এবং মিউজিক ভিডিও পরিচালনার মধ্যে দিয়ে। র্যাপ সংগীত আধুনা বহুল চর্চিত হলেও এই বঙ্গসন্তানই কিন্তু রোমান্টিক ব্যালাডের সঙ্গে র্যাপের মিশ্রণে প্রথম এক নতুন দিক খুলে দেন ভূ-ভারতে। কখনও এক জন প্রেমিক রূপে রোমান্টিকতার এস্টাবলিশমেন্ট করেছেন আবার কখন পূষণ তথা র্যাপার সেজে মানবিক প্রেমের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন- এ যেন এক বিরল নিদর্শন।
তার ‘তেরে বিনা আধুরা’ গানটি পরবর্তীতে প্রখ্যাত শিল্পী সোমছন্দা ও আরও অনেকের গলাতে শোনা যায়। আবার তার ‘মাহি য়ে’ গানটিও অনেক শিল্পীকেই গাইতে শেনা যায়। আবার অদূর ভবিষ্যতে তার মাহি য়ে গানটির নতুন এক ভারশন পাওয়া যাবে, যেখানে এক অস্ট্রেলিয়ান শিল্পীকে ডুয়েট গাইতে শোনা যাবে। শিল্পী আমাদের সাংবাদিককে আরও জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই তার জিন্দাগী ও আলবিদা ইয়ারা নামে দুটি মিউজিক ভিডিও আসতে চলেছে। বরাবরের মতো এবারেও তার ভিডিওর বিশেষ চমক হিসাবে দেখবো বিদেশের প্রেক্ষাপটে ও বিদেশে অভিনেত্রী দের অভিনয়ের দ্বারা প্রস্তুত হিন্দি গান। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও ছোট থেকে সংগীতের প্রতি অনুরাগ বর্তমানে অস্ট্রেলিয়ার অধিবাসী এই শিল্পিকে এমন সাফল্য এনে দিয়েছে। সবমিলিয়ে যখন নেপোটিজম ইন্ডাস্ট্রি তে সব থেকে বড়ো বাঁধা হয়ে দাঁড়িয়েছে তখন স্বজনপোষন কে পরাজিত করে কেবল ট্যালেন্টকে নির্ভর করে এ যেন আরও এক বাঙালি সাধারণ ছেলের দিগ্বিজয়ের কাহিনি।