আবার শৈশবের স্মৃতি নিয়ে শিবু-ডি মুখার্জি নির্দেশিত “শৈশব”
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২২শে ফেব্রুয়ারি ২০২৩ : ‘শৈশব’-এর মধুর স্মৃতি, না ভোলা মুহূর্তগুলো সবার জীবনেই এক একটি যেন অমূল্য রত্ন। সারা জীবন আগলে রাখি আমরা এই স্মৃতি। কিন্তু সব শৈশবই কি, এমনই মধুর। নাকি সুন্দরতার মাঝেও আছে বেদনাদায়ক-অসহায়-বিপন্ন শৈশব? নবনীতা ও শিবপ্রসাদ-এর প্রযোজনায় এবং নীতু ফিল্ম প্রোডাকশন-এর দ্বিতীয় নিবেদন ‘শৈশব’। পরিচালক শিবু ও ডি. মুখার্জি এক সামাজিক বার্তা দেবার চেষ্টা করেছেন। প্রত্যন্ত গ্রামের শৈশব ও আধুনিক শহরের শৈশব যেন কোথায় একটা, এক সূত্রে বাঁধা । পরিবেশ আলাদা হলেও বিপন্নতার কালো মেঘ শৈশবের আকাশ ছেয়ে আছে। আজকের এই শৈশবের জন্য দায়ী কে? পরিবেশ না সমাজ?, পরিজন না আমরা অভিভাবকরা?
শৈশব, দুটি গল্প নিয়ে একটি ছবি। মূলত শিশু শিল্পীদের সাথে নিয়ে গল্প এগিয়েছে।
গল্প ঠিক নয়, এক টুকরো বাস্তব। কঠিন বাস্তব। শৈশবকে একবার ফিরে দেখতে, তাকে অনুভব করতে ও এমন শৈশবের জন্য দায়ী কে? জানতে আসুন আপনার নিকটবর্তী সিনেমা হলে।
শৈশবের সামাজিক বার্তা সকলের কাছে বিভিন্ন জনসংযোগ মূলক কাজের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ট্রু লাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
প্রযোজক নবনীতা ও শিবপ্রসাদ, এই ছবির আয়ের একটি বড় অংশ প্রত্যন্ত গ্রামের মানুষদের সেবামূলক কাজের জন্য ব্যয় করবেন। ছবি মুক্তির আগেই নীতু ফিল্ম ও ট্রু লাইট যৌথভাবে এই সেবামূলক কাজ শুরু করে দিয়েছে।
সঙ্গীত পরিচালক সঞ্জীব দাসের (টুটু) পরিচালনায়, জনপ্রিয় গায়ক রূপঙ্কর ও লোকসঙ্গীত গায়ক তীর্থ গান গেয়েছেন। ছবির দুটি গানই এই ছবির সম্পদ। শৈশবের প্রযোজক নবনীতা ভট্টাচার্য, সহ প্রযোজক গৌতম গিরি ও প্রভাংশুশেখর দে, ডিপিও কৃষ্ণেন্দু নস্কর, এডিটর শান্তনু গাঙ্গুলি।