তপন সিনহার গল্প অবলম্বনে ৭মবার মঞ্চস্থ্য হতে চলেছে “হারমোনিয়াম” মধুসুদন মঞ্চে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩০শে জুন ২০১৯ : বিখ্যাত পরিচালক তপন সিনহা পরিচালিত সেই বিখ্যাত চলচ্চিত্র “হারমোনিয়াম”-এর কথা আজও কেউ ভুলতে পারেন নি। এবার সেই ছায়াছবিকে নাট্যরূপ দিয়ে ৭ম বারের জন্য মঞ্চস্থ্য করতে চলেছে ডাকুরিয়া জীতেন্দ্র স্মৃতিচক্র গ্রুপ থিয়েটার আগামী ১২ই জুলাই মধুসুদন মঞ্চে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন বিনায়ক ব্যানার্জি এবং অভিনয় করেছেন নমিতা, নীলাঞ্জনা, সুমিতা, জয়িতা, ওন্দ্রীলা,ঋতুপর্ণা, সুলগ্না, জয়ন্ত, দেবাশিস, প্লাবন, মলয়, সুমিত, আর্তবন্ধু, সুদীপ, দেবতনু, তাপস, অভিজিৎ এবং বিনায়ক। এই নাটক সম্পর্কে বলতে গিয়ে বিনায়ক বলেন, আমাদের নাট্যগোষ্ঠী সবসময় পুরানো ঐতিহ্যকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরতে চেষ্টা করে। যদিও পাঠকদের ছবির প্রেক্ষাপট মনে আছে তবু একবার মনে করিয়ে দিয়ে যাই। এক রাজপরিবারের কন্যাকে একটি হারমোনিয়াম কিনে দেওয়া হয়। কিন্তু সেই হারমোনিয়াম পরবর্তীতে হস্থান্তর হতে থাকে। যার কাছেই হারমোনিয়ামটি যায় তার সাথেই একটা ঘটনা ঘটে। অবশেষে হারমোনিয়াম তার প্রথম মালকিনের কাছেই ফিরে আসে। কিন্তু তখন অনেক বছর পার হয়ে গেছে। মালকিন তখন একজন বৃদ্ধা। এই নিয়ে নাটক, আশা করি সকলের মন জয় করবে এই নাটকের কলাকুশলীরা।