ক্লাটার বক্স পিকচার্সের নিবেদন এক রূপান্তরিত নারীর গল্প, বাংলা ভাষায় স্বল্প দৈর্ঘের ছবি “দ্য ক্রিসেন্ট মুন”
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৭শে সেপ্টেম্বর ২০২০ : ক্লাটার বক্স পিকচার্সের নিবেদনে এটি একটি বাংলা ভাষায় স্বল্প দৈর্ঘের ছবি, ছবিটিতে ইংরেজী সাবটাইটেল আছে অবাঙালী দর্শকদের কথা মাথায় রেখে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অনন্যা পাল এবং এক্সিকিউটিভ প্রডিউসার ও পাব্লিসিটি ম্যানেজার অরুনাভ বসু। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রূপান্তরিত নারী শ্রী ঘটক মুহুরী ও জয়দীপ দাশগুপ্ত। কন্ঠশিল্পীঃ সাত্বিকা দাস, সিনেমাটোগ্রাফি তনুময় চক্রবর্তী ও সাজসজ্জায় অরুণ বারিক।
ছবিটা মূলত একটি রোমান্টিক গল্প, কর্পোরেটে চাকরীরত দুটি যুবক যুবতী সৌরভ ও শ্রীময়ীর দেখা হয় বাস-স্ট্যান্ডে। এরপর ক্রমশ বেড়ে ওঠে পরস্পরের প্রতি ভালো লাগা, স্বাভাবিক নিয়মেই প্রেমের পরিণতি খোঁজে দুজনে, আর সেখানেই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। কি হবে এই প্রেমের পরিণতি, এই নিয়েই শর্ট ফিল্ম দ্য ক্রিসেন্ট মুন। তবে এটি নিছকই একটি প্রেমের গল্প নয়, এতে আছে একটি বলিষ্ঠ সামাজিক বার্তা। ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার রয়েছে, একটি নায়িকার লিপে ও অন্যটি আবহ সঙ্গীত হিসাবে, যা গল্পের প্রবাহকে টেনে নিয়ে যেতে সাহায্য করেছে।
সংক্ষিপ্ত পরিচয়ঃ
অনন্যা পালঃ ব্যঙ্কক নিবাসী অনন্যা পাল পেশাগত ভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বেশ কিছু বছর বিভিন্ন বহুজাতিক সংস্থায় চাকরী করার পর আপাতত নিজস্ব প্রাকটিসে যুক্ত আছেন। তবে বিগত কয়েক বছর ধরে তিনি সক্রিয় ভাবে লেখালেখির সাথে যুক্ত, ভারত ও বাংলাদেশের প্রায় সব বিখ্যাত পত্রিকাতেই তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বই ‘পুষ্পকেতু’ (বাংলা ও ইংরেজী) ও ‘অথ-রম্যকথা’ পাঠকদের স্বীকৃতি পেয়েছে। গত দুবছরে অনন্যার লেখা গল্প ও স্ক্রীপ্ট নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছে কোলকাতা ও ব্যাংককে। ক্লাটার বক্সের ব্যানারে বিভিন্ন শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনা আছে অনন্যার, যেগুলি বিভিন্ন স্বাদের মনোরঞ্জন নিয়ে আসবে। গত জুলাই মাসে ক্লাটার বক্সের প্রযোজনায় ‘দিল ভিল’ নামের একটি রমকম শর্টের লেখা ও পরিচালনার দায়িত্বে ছিলেন অনন্যা,; এটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে।
অরুনাভ বসুঃ অরুনাভ পেশাগত ভাবে একজন সাংবাদিক ও উপস্থাপক, গত বারো বছর ধরে বিভিন্ন প্রসিদ্ধ টিভি চ্যানেলে চাকরী করার পর, বর্তমানে যুক্ত আছেন একটি ডিজিটাল চ্যানেলের সাথে। ক্লাটার বক্সের এক্সিকিউটিভ প্রডিউসার ও পাব্লিসিটি ম্যানেজার হিসাবে সমস্ত প্রোডাকশানের দায়িত্ব সামালন তিনি। ক্লাটার বক্সের প্রথম প্রযোজনা ‘দিল ভিল’ ছবিটিতে নায়কের ভূমিকায় অভিনয়ও করেছেন অরুনাভ।
সাত্বিকা দাসঃ সাত্বিকা হিদুস্থানী ক্ল্যাসিকালে প্রশিক্ষিত, তবে ফোক, ভোজন ও ভিন্ন ধারার সংগীতেও তাঁর অনায়াস দক্ষতা। তিনি একজন অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট, এছাড়াও প্রসিদ্ধ টিভি চ্যানেল দূরদর্শন, রূপসী বাঙলা প্রভৃতিতে লাইভ অনুষ্ঠান করে থাকেন। সঙ্গীত মেলা ও কবি প্রণাম অনুষ্ঠানে তিনি নিয়মিত ভাবে অংশগ্রহণ করে করেন।
শ্রী ঘটক মুহুরীঃ রূপান্তরিতা নারী শ্রী ভারতবর্ষের প্রথম লিগ্যাল ব্রাইড। তিনি নৃত্যশিল্পী ও অভিনেত্রী, তাঁর নিজস্ব বিউটি সেলোন ও ত্রয়ী ফাউন্ডেশান নামের একটি সমাজসেবা মূলক সংস্থা আছে। এর আগে রামকমল মুখোপাধ্যায়ের ‘সিজন’স গ্রিটিংস’ শর্ট ফিল্মে কাজ করেছেন শ্রী।
জয়দীপ দাশগুপ্তঃ জয়দীপ একজন এম-বি-এ, একটি নামকরা বেসরকারী সংস্থায় মার্কেটিং ম্যানেজার; অভিনয় ওঁর নেশা। কলেজে NEFT র্যাম্প ওয়াকে ফ্রেশ ফাস অফ দ্য সিটি টাইটেল জিতে গত দশ বছরে তিনি বেশ কিছু মডেলিং, স্টেজ শো ও অভিনয় করেছেন। কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন জয়দীপ, তার মধ্যে ‘বৌ কথা কও’ উল্লেখযোগ্য।