You cannot copy content of this page. This is the right with takmaa only

নবদীপ প্ল্যানারের পরিচালনায় হয়ে গেল শিশুদের নিয়ে দ্বিতীয় বর্ষের “দ্য ফ্যাশানেবল কিডস”

রাজেন বিশ্বাস, এবিপিতকমা, কলকাতা, ২৫শে ডিসেম্বর ২০১৯ : হিমাভন বিউটি ও ডিয়ার সান প্রযোজিত দ্য ফ্যাশানেবল কিডস ২ উপস্থাপিত হল গোল্ডেন টিউলিপ হোটেলে। এই ফ্যাশন শো-র বৈশিষ্ট হল প্রতিযোগীরা সকলে শিশু।বিভিন্ন বয়সের প্রায় ৩০জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক নবীন ছাঝার বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশুদের প্রয়োজন মতো অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এখানে শিশুরা নিজেরাই বুঝতে পেরেছে এধরনের অনুষ্ঠানে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন। আজকাল বহু এধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেখানে সেভাবে প্রশিক্ষণ ছাড়াই প্রতিযোগীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারকের ভুমিকায় ছিলেন এম টি ভি লাভ স্কুলের ললিত চৌধুরী, কমলজিত গ্রেওয়াল, ডাঃ একতা বাগারিয়া, পারুল সেগাল, রাশিকা কাটোলে, অনুরাগ মোহতা।

আই এন এস ডি সংস্থার ছাত্রছাত্রীরা ও মুম্বাই-এর আড্ডা ক্রিয়েশনের পোশাক ব্যবহার করে এই শিশুরা। অনুষ্ঠানে জয়ী হয় ধ্রুব গিলরা, অভনি জৈন ও দিয়া তোশনিওয়াল।কলকাতায় এই অনুষ্ঠানের সমগ্র ব্যবস্থাপনা ও আয়োজনে ছিলেন নবদ্বীপ প্ল্যানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *