উন্নতমানের ত্বক থেকে নখের যত্ন নিতে সঠিক নাম গুলসানার গ্ল্যামারাস মেকওভার
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৯শে সেপ্টেম্বর ২০১৯ : এতদিন সকলে ত্বক ও চুলের যত্নের কথা বলে এসেছেন কিন্তু তার সাথে এবার যুক্ত হচ্ছে নখ। হাতের ও পায়ের নখের সৌন্দর্য্যের সাথেও নিজেকে উপস্থাপনার একটা যোগসূত্র আছে। যদি ধরে নেওয়া হয় একজন নিজের চুলের চর্চা করেছে এবং তার সাথে সমানভাবে ত্বকেরও যত্ন নিয়েছে কিন্তু তার হাতের সব নখ সমান নয় বা তার কোন চর্চা করা হয় নি তবে পুরো ব্যাপারটা কিরকম বেমানান লাগবে। তাই অনেকেই এবার পুজোয় নখের চর্চা করছেন। বলতে গেলে নিজেকে সুন্দর রাখতে গেলে শরীরের সব অংশের যত্ন নিতে
হবে এবং তার মধ্যে নখ একটা বড় ভূমিকা পালন করে।মুখ বা চুলের সাথেই সমান ভাবে নখ সবার আগে মানুষের চোখ পড়ে। তাই মুকুন্দপুর বাইপাসের পাশে মেকওভার আর্টিস্ট গুলাসানা শেখ তার নিজস্ব পার্লার শুরু করেছেন যেখানে শুধু নখ নয়, চুল থেকে ত্বক সবের যত্ন করার সুবর্ণ সুযোগ আছে এবং তা অতি যত্ন সহকারে করা হয়। এখানে শুধু যে ত্বক, নখ বা চুলের যত্ন নেওয়া হয় তা কিন্তু নয়, এখানে মেকওভার করা হয়। মেকওভারটা কি? আপনি কোন বিশেষ অনুষ্ঠানে যাচ্ছেন, মানে ধরুন বিয়ে বাড়ি বা বিশেষ কোন রিসেপশন পার্টি অথবা নিজের বিবাহ বার্ষিকী বা জন্মদিন পালন করতে
বাইরে কোথাও যাবেন। তার আগে নিজেকে আকর্ষণীয় বা সুন্দর করে নিতে চান, আপনাকে কোন ভাল মেকওভার আর্টিস্টের কাছে যেতে হবে। অথবা আপনার বিয়ে তার আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান সেখানেও এই মেকওভার আর্টিস্টের বড় ভূমিকা আছে, তা সে পুরুষ হোক আর মহিলা সকলেরই ইচ্ছে হয় নিজেকে সুন্দর করে তুলতে। তবে গুলসানা শুধু যে মেকওভার করে তা কিন্তু নয়। গুলসানা এখানে মেকওভারের প্রশিক্ষণও দেয় কারণ গুলসানা কলকাতা ও কলকাতার বাইরে বহু মডেলদের মেকওভার করে থাকে। তাই নিজেকে সুন্দর করে পরিবেশন করতে গুলসানার গ্ল্যামারাস
মেকওভার একটাই নাম। সাম্প্রতিক গুলসানার নতুন পার্লারের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনীনিকা, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি এবং মডেল বিশ্বরূপ চক্রবর্তী।অভিনেত্রী কনীনিকা ও ইন্দ্রনীল উদ্বোধনে এসে নিজের নখের পরিচর্চা সেড়ে নিলেন। কনীনিকা জানান, গুলসানাকে বহুদিন ধরে চিনি। এটা খুব ভাল উদ্যোগ। আমাদের হাতের নখ সুন্দর রাখাটা খুবই প্রয়োজন কারণ সবার আগে হাত চলে আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সকলে হাতের দিকে বেশি নজর করে। তাই হাতের নখের যত্ন নিয়ে সুন্দর করে তোলাটাও এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে।তবে সামনে তো পুজো এসেই গেল একবার দেখবেন নাকি নিজের নখ কিভাবে যাদুতে বদলে দিতে পারে গুলসানা। গুলসানা জানায় এখানে নখের যত্নের জন্য বিশেষ ২০% ছাড় দেওয়া হচ্ছে।