You cannot copy content of this page. This is the right with takmaa only

একদিকে অসহায় স্বামী আর অন্যদিকে উন্মাদ প্রেমিক নিয়ে “ছিন্ন ভিন্ন”

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৬শে সেপ্টেম্বর ২০১৯ : মধ্যবিত্ত ছাপোষা জুঁই এবং সুজয়ের ভালোবাসার ভাটা শুরু হয়। তাদের ভালোবাসা আগে ছিল মধুর। বর্তমানে তাদের বাড়িতে ভাড়া থাকে একজন সেলসম্যান বিভাস। জুঁই-এর প্রতি বিভাস আকৃষ্ট হয়ে পড়ে। সে জুঁই-এর মধ্যে তার পূর্ব প্রেমিকার ছায়া খুঁজে পায়। তাই জুঁইকে পাওয়ার জন্য ও বিভাসকে সরিয়ে দেওয়ার জন্য অধ্যাপক অসীমদার পরামর্শে একটা ফন্দি আঁটে। এই প্রফেসার মৃত্যু নিয়ে গবেষণা করে। আগে থেকেই সে মৃত্যুর খবর বলে দিতে পারে। তাঁরই পরামর্শে বিভাস শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে বিভাস।

আর সুজয় যে একসময় একজন বিখ্যাত লেখক ও কবি ছিল, বর্তমানে তাঁর কলম স্তব্ধ হয়ে গেছে, তাঁকে পরামর্শ দেয় বাড়ির বাগানে খেত তৈরি করে তাতে ফসল ফলাতে। কারণ সে জানতো বিভাস অপদার্থ। এ কাজ তাঁর দ্বারা হবে না।আর এই অপদার্থতার জেরে হীনমন্যতায় ভুগে সে আত্মহত্যা করতে বাধ্য হবে। বিভাসের পরামর্শে সুজয় বাগানে ফসল ফলাতে শুরু করে। আর এখান থেকেই ঘোরে কাহিনীর

মোড়। জুঁই আঁটকে পড়ে স্বামী আর প্রেমিকার টানাপড়েনের দোলাচলে। একদিকে অসহায় স্বামী আর অন্যদিকে উন্মাদ প্রেমিক। কার সঙ্গ দেবে সে? কাকে আপন করে নেবে তার অন্তরাত্মা জানতে হলে দেখতে হচ্ছেই এই টানটান উত্তেজনা পূর্ণ পান্ডে মোশান পিকচার্স প্রযোজিত এবং আর কে নির্দেশিত ছবি “ছিন্নভিন্ন”।মুকেশ পান্ডে ও প্রিয়াঙ্কা তেওয়ারি প্রযোজিত প্রথম ছবি। ছবিতে সুরকার বিশাল রায় ও রবি চৌধুরী।ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন রাজেশ শর্মা, রাজ সালুজা, প্রসেন গায়েন ও মধুশ্রী। প্রচারে Qvise।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *