বিনোদন

জ্যোতির্বিজ্ঞান আর সাসপেন্স থ্রিলারের জমজমাট ছবি “দিন রাত্রির গল্প”-এর ট্রেলার ও মিউজিক লঞ্চ

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ১২ই ফেব্রুয়ারি ২০২০ : ছবির নাম “দিন রাত্রির গল্প”, পরিচালক ডঃ প্রসেনজিৎ চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন প্রদীপ মুখার্জি, রায়তী ভট্টাচার্য, রুমকি চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী, রাজা সেন, সুপ্রীতি চৌধুরী সহ অনেকে।

স্পেস ফিকশনের কাহিনী নিয়ে আসছে ‘দিন রাত্রির গল্প’। জ্যোতির্বিজ্ঞান আর সাসপেন্স থ্রিলারের জমজমাট প্যাকেজ নিয়ে আজ এই ছবির ট্রেলার আর মিউজিক লঞ্চ হলো বিড়লা প্ল্যানেটোরিয়ামে। উপস্থিত ছিলেন,ছবির পরিচালক প্রসেনজিৎ চৌধুরী  অভিনেতা প্রদীপ মুখার্জি, অভিনেত্রী রায়তী ভট্টাচার্য, রুমকি চ্যাটার্জি, সুপ্রীতি চৌধুরী প্রমুখ।বিড়লা তারামণ্ডলের উদ্যোক্তা  ডঃ  ডি পি দুয়ারি জানালেন ছবির সঙ্গে জুড়ে আছে বিজ্ঞানের এক টুকরো আকাশ। এক সাধারণ মেয়ের নাসা যাওয়ার স্বপ্ন কেবল স্বপ্ন নাকি বাস্তব, স্পেস ফিকশনের এই দুনিয়াকেই স্বাগত জানিয়েছেন দুয়ারি।

‘দিন-রাত্রির গল্প’ একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। ছবি জুড়ে দুটি ভিন্ন স্বাদের গল্প জুড়ে রেখেছে ছবির আবহ। সঙ্গে সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে টাইটেল ট্র‍্যাক একস্ট্রা ম্যাজিক। মতামত, পরিচালক প্রসেনজিৎ চৌধুরীর।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯-এ ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই ছবি। ইন্দো-স্প্যানিক একাডেমির হাত ধরে ছবিটি স্পেনেও মুক্তি পাবে স্প্যানিশ ভাষায়। ‘দিন-রাত্রির গল্প’ আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেতে চলেছে আগামী  ২৮শে ফেব্রুয়ারী  প্রেক্ষাগৃহে। প্রচারে সুদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *