মোমবাতি জ্বেলে নবগ্রামের যুব সমাজ গালওয়ানে মৃত ভারতীয় সৈনিকদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই জুলাই ২০২০ : লাদাখে ভারত সীমান্তে গালওয়ানে ভারতীয় জওয়ানের উপর অহেতুক আক্রমণ করে চীনা সেনারা। এই আক্রমণের একটাই কারণ ভারতের মাটি দখল করা। কিন্তু ভারতীয় সেনারা দেশভক্তির পরিচয় দিয়ে চীনের ৪৫ জন সেনাকে ঘাড় মোটকে হত্যা করে। এতে যদিও ভারতের ২০ জন সেনার মৃত্যু হয়। আজ সেই ২০ জন সেনার আত্মার শান্তি কামনা করে নবগ্রাম ঝিল রোডের “ফিয়ারলেস ওয়ারিয়রের” নতুন প্রজন্মের এক ঝাঁক যুবক মোমবাতি জ্বেলে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন স্বরূপ দে। তিনি বলেন আজকের প্রজন্মের মধ্যে দেশভক্তির খুবই অভাব তাই এই অনুষ্ঠান করা হয়েছে। এছাড়া ভারত সরকার যে চীনের দ্রব্য ও চীনের ৫৯টা অ্যাপ বাতিল করেছে তার পক্ষেও একটা বার্তা দেওয়া প্রয়োজন যে ভারতের নাগরিক হিসাবে দেশের নিরাপত্তার জন্য সকলের দায়বদ্ধতা আছে।শুধুমাত্র সেনারাই প্রহরীর মত সীমান্ত রক্ষা করবে আর দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোবে তা কিন্তু নয়। তাঁরা যেমন দেশের নিরাপত্তার জন্য সীমান্ত রক্ষা করছে তেমনিই আমরা দেশের নাগরিক হিসাবে এই কাজটা করতেই পারি।
দেশের সকলে যদি এক হয়ে চীনের বিরুদ্ধে নিজেদের সাধ্য মত রুখে দাঁড়াই সেটা সীমান্তে থাকা বীর জওয়ানদের কাছে একটা বড় উৎসাহের কারণ হিসাবে কাজ করবে। এক কথায় বুঝিয়ে দিতে হবে ভারতের মাটি দুর্জয় ঘাঁটি। এখানে পাকিস্তান, চীন বা নেপাল যেই হোক সুবিধা করতে পারবে না। আমরা দেশের নতুন প্রজন্ম এর পক্ষে সবসময় প্রস্তুত। ভারতমাতার অপমান, অমর্যাদা কেউ মেনে নেবে না।