প্রথম পাতা

মুখ্যমন্ত্রী আবেদনে নজির করলেন সাংসদ মিমি চক্রবর্তী, দান করলেন ৫১ লাখ টাকা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৭শে মার্চ ২০২০ : অভিনয় জগৎ থেকে সাংসদ হয়েছেন অনেকেই কিন্তু সংগ্রাম করে আজ যে জায়গায় এসেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তা তিনি সর্বত্রই তাঁর কাজের মাধ্যমে বুঝিয়ে দেন যে তিনি কতটা মানবিক।

সারা বিশ্ব যখন করোনা জ্বরে আতঙ্কিত তখন মিমি চক্রবর্তী আমাদের চ্যানেলে করোনা সংক্রান্ত সচেতনতা বার্তা দেন এবং তিনি রাস্তার সারমেয়দের কথা ভেবে মানুষের কাছে তাদের পাশে দাঁড়ানোর আবেদনও জানান। তিনি বলেন প্রতিটা মানুষ যেন একটু করে তাদের জন্য আহারের ব্যবস্থা করে দেয়।তাঁরা খুবই অসহায়।

আবার তিনি এই করোনা প্রতিরোধে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর আবদনে সাড়া দিয়ে নিজের তহবিল থেকে ৫০ লাখ টাকা এবং নিজের ব্যক্তিগত ১ লাখ টাকা দান করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।করোনা আক্রান্তদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের চিকিৎসা ও রক্ষার্থে সকলের কাছে দান করার আবেদন করেন যাতে বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড নির্মান, পর্যাপ্ত চিকিৎসা ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা যায়।

সেই আবেদনে সাড়া দিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ এই টাকা দান করেন তাঁর সাংসদ এলাকার হাসপাতালগুলোর উন্নয়ন প্রকল্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *