মায়ের সাথে সব সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শোভন, জানালেন তাঁর ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২১শে আগস্ট ২০১৯ : বিজেপিতে যোগ দেওয়ার পরে আজ বিজেপির রাজ্য সদরদপ্তরে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে সম্বর্ধনা জানানো হয় এই সংবর্ধনা জানানোর আগে দিলীপ ঘোষকে তাদের যোগদান প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করেন শোভন বৈশাখী ঝড়ের মতন মানে একে অপরের পরিপূরক এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি যখন শোভন বৈশাখী আসেন তখন বৈশাখী বিষয়ে শোভনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বৈশাখীর নিজস্ব পরিচিতি রয়েছে।বৈশাখী বন্দ্যোপাধ্যায় একজন আলাদা আইডেন্টিটি মানুষ এবং আলাদা আইডেনটিটির মানুষ রাজনীতিতে নিজেদের আইডেন্টিটি ভবিষ্যতে করতে চান। বিজেপি দলে যোগ দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে শোভন বলেন, ব্যক্তিগত আক্রমণ ছাড়া তাকে দলের মধ্যে কোন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রত্যেক সময় বাধা দেওয়া হয়েছে।তিনি দলের মধ্যে থেকেও ছিলেন ব্রাত্য প্রতি মুহূর্তে তাকে মানসিকভাবে যে ধরনের অত্যাচার করা হয়েছে তার থেকে নিস্তার পেতে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং সিবিআই প্রসঙ্গে তিনি বলেন যেহেতু এটি একটি বিচারাধীন বিষয় সেইজন্য তিনি এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন আইন আইনের মতন মতো চলবে সেখানে তিনি কোন রকম মন্তব্য করবেন না।যদি তার দোষ প্রমাণিত হয় তখন তিনি তার বিরুদ্ধে দলের তরফে যে পদক্ষেপ নেওয়া হবে তিনি সেটাই মেনে নেবেন। দোষ প্রমাণিত এবং অভিযোগ দুটো সমান জিনিস না তার মধ্যে একটি বিস্তর ফারাক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ভোটে লড়বেন কিনা বা ভবিষ্যতে মেয়র পদপ্রার্থী হয় তিনি বিজেপির দাঁড়াবেন কিনা এই প্রশ্নের উত্তরে শোভন জানান দল যেটা মনে করবে তিনি তাই করবেন। তিনি দলে সর্বপ্রথম একজন কর্মী হিসেবে থাকতে চান এবং তাকে দল যে দায়িত্ব দেবে বা দল তাকে যে কাজে লাগাতে চাইবে এই ভাবেই চলবেন। তার কোনো দাবি নেই তবে হ্যাঁ যদি তাকে মনে করা হয় যে তিনি মেয়র পদপ্রার্থী হবেন তখন সেই বিষয়ে অবশ্যই দলের মতামতের প্রকাশ করবেন। কিন্তু এই শোভন চ্যাটার্জি একদিন বলেছিলেন যে তাঁর নিজের মা জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু মমতা ব্যানার্জি তাঁর দ্বিতীয় মা। আজ সেই মার সাথে সব সম্পর্ক ছেদ করে দিলেন কিভাবে? আজকের নতুন প্রজন্মকে কি বার্তা দিলেন তিনি যে যাকে মা বলা যায় প্রয়োজনে তাঁকে ত্যাগ করে সব সম্পর্ক ছেদ করাও যায়? ছবি : স্বপন মাহাতো।