প্রথম পাতা

আলিপুর বুদ্ধ বিহারে চীবর দান উৎসব পালিত হল

অম্বর ভট্টাচার্য, তকমা, নিউজ, কলকাতা, ৮ই নভেম্বর ২০২২ : কলকাতার আলিপুর বুদ্ধ বিহার প্রাঙ্গণে ১৫ তম চীবর দান উৎসব পালিত হয়েছে। রবিবার বৌদ্ধ ভক্তরা আলিপুর বুদ্ধ সংঘ কর্তৃক আয়োজিত ভিক্ষুদের চীবর দান উৎসব উদযাপন করেছে। চীবর দান অর্থাৎ ভিক্ষুদের বিশেষ পোশাক দান। ভগবান বুদ্ধের নির্দেশ অনুসারে এটি সবচেয়ে পবিত্র দান হিসাবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো, যিনি ভারতীয় বৌদ্ধ সংঘ মহাসভার সাধারণ সম্পাদক। আর প্রধান অতিথি ছিলেন কলকাতার মেয়র, জনাব ফিরহাদ হাকিম। অন্যান্য আমন্ত্রিত অতিথিরা ছিলেন ব্যবসায়ী সুরেন্দ্র কুমার সুরানা, বৌদ্ধ অ্যাবট বুদ্ধ নন্দ ভিক্ষু, আলিপুর বুদ্ধ সংঘের সভাপতি জনহিতৈষী জয়দীপ দাস, চৈতালী দাস এবং সংঘের সাধারণ সম্পাদক অলোক তালুকদার।

ধর্মজ্যোতি বুদ্ধ বিহারে আয়োজিত এই অনুষ্ঠানে ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, “শারদীয় উৎসব এবং দীপাবলি উৎসবের পর বৌদ্ধ ধর্মের এই অনুষ্ঠানটি সকল ধর্মের মানুষের মঙ্গলের জন্য। আমরা চাই বহুত্ববাদী দেশের প্রতিটি নাগরিকের জীবন সুখী হোক।”
এছাড়াও আন্তর্জাতিকভাবে প্রশংসিত সামাজিক উদ্যোক্তা, চৈতালী দাস উপস্থিত ছিলেন এবং বলেছিলেন যে তিনি একটি ধর্মে বিশ্বাস করেন যা মানবতা একটি সম্পর্ক যা ভালবাসা, শ্রদ্ধা এবং দয়া।
রাজ্যের বিভিন্ন স্থান ছাড়াও, বাংলাদেশ থেকে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী অনেক ভক্তের সাথে এই অনুষ্ঠানটি একটি স্বর্গীয় পরিবেশ তৈরি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *