কেন্দ্রের নির্দেশিকায় কনটেনমেন্ট জোন বাদে বাকি এলাকায় মদের দোকান ছাড়া ছোট ও মাঝারি দোকান খোলা যাবে, এলো স্বস্তি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৫শে এপ্রিল ২০২০ : দেশে ৩২দিন করোনার জেরে লকডাউন পরিস্থিতির পর আজ কেন্দ্র সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় কেন্দ্রের তরফে বলা হয়েছে কনটেনমেন্ট জোন বাদে অর্থাৎ রেড ও অরেঞ্জ জোন বাদে বাকি গ্রীন জোনে সব ছোট ও মাঝারি দোকান খোলা যাবে। পাড়ার ও আবাসনের দোকানও খোলা যাবে, কিন্তু কোন শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোর খোলা যাবে না। নির্দেশিকায় এমনও বলা হয়েছে কোথাও মদের দোকান খোলা যাবে না।
এরফলে লকডাউনে আঁটকে থাকা ছোট ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। দীর্ঘদিন লকডাউনে আঁটকে থাকা দোকানের ব্যবসায়ীদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। একদিকে খাদ্যের অভাব আবার অন্যদিকে আর্থিক অনটন। এবার কিছুটা হলেও স্বস্তি পেল এই জাতীয় ব্যবসায়ীরা। কিন্তু নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে দোকানের কর্মী সংখ্যা কমাতে হবে এবং সকলকে মুখে মাস্ক পড়তে হবে। এই নির্দেশিকা বর্তমানে পরীক্ষামূলক ভাবে দেওয়া হল। যদি এরফলে নতুন সংক্রমণের ঘটনা না হয় তবে তা চালু থাকবে নাহলে আবার বন্ধ হতে পারে এই নির্দেশিকা।এর আগেও চাষাবাদ, বিড়ি শ্রমিক, জরুরী পরিষেবা যেমন দুধ, সংবাদমাধ্যম, ওষুধের দোকান, মুদির দোকান, মিষ্টির দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্র ও রাজ্য সরকার, কিন্তু তাতেও কিছু বাধানিষেধ ছিল। এবারও সেরকম বাধানিষেধের মধ্যে সব দোকান খোলার নির্দেশ দিলেন কেন্দ্র সরকার।এই নির্দেশিকার ফলে ব্যবসায়ীদের সাথে স্বস্তি বাড়ালো সাধারণ মানুষের। এই ৩২দিন লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল।