“বৌ” কখন হয় “শাশুড়ি”, এবার জামাই ষষ্ঠীতে কোনটা বৈশাখী?
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৬ই জুন ২০২২ : আমরা জামাই ষষ্ঠীর পাশাপাশি বৌমা ষষ্ঠী শুনেছি কিন্তু ২০২২ সালে এসে এমন চমক ভাবাই যাচ্ছে না। এবার স্বামী ষষ্ঠী??? ঠিক তাই শোভনের, মানে কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ ২৪ পরগণা জেলার তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সদ্য বিবাহ করেছেন, যদিও দ্বিতীয়বার। এবার তার প্রথম জামাই ষষ্ঠী পালন হল।
শোভনজায়া বৈশাখী ব্যানার্জি ফেসবুকে পোস্ট করেছেন ষষ্ঠীর বেশ কিছু ছবি। প্রথমে মা ষষ্ঠীর আরাধনা করেন তিনি, তারপর মায়ের নির্দেশে দ্বিতীয় জামাই শোভন চ্যাটার্জির পরিবারের জন্য একেবারে চেটেপুটে একরাশ আমিষ পদ রান্না করেছেন বৈশাখী নিজেই। কি নেই সেই তালিকায়। তবে বৈশাখী জানিয়েছেন মায়ের শরীর ভাল নয় বলে তিনি শুধু নির্দেশ দিয়েছেন এবং সেই মত পদ রান্না হয়েছে, আমিষ রান্না তিনি করেছেন এবং নিরামিষ রান্না করেছে রাধুনে। তিনি এমনও বলেন, মা সব সময়ই মা-ই হয়। নিজে না করতে পারলেও সারাক্ষণ মনিটরিং করে গেছেন এবং খুবই আপসোস করেছেন যে তিনি নিজের হাতে করতে পারলেন না।
প্রথমে মেয়ে মহুলকে তিনি আশির্বাদ করেন, ষষ্ঠীর বরণ করেন এবং খাইয়ে দেন। এরপর ছিল শোভনের পালা। শোভনকে টেবিলে বসিয়ে আশির্বাদ করেন এবং সামনে রাখা খাবারের থালা থেকে নিয়ে স্বযত্নে খাইয়েও দেন। তারপর দুজনেই একই টেবিলে বসে খেলেন। কি রকম হল বলুন তো? বৌ যখন শাশুড়ির ভুমিকায়!!! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বৈশাখী ব্যানার্জি।